Friday, July 5, 2024

Homeজেলার খবরপ্রথম ডোজের পর দ্বিতীয় ডোজে অনীহা, টিকাকরণের প্রয়োজনীয়তা বোঝাতে বিশেষ ক্যাম্প সোনারপুরে

প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজে অনীহা, টিকাকরণের প্রয়োজনীয়তা বোঝাতে বিশেষ ক্যাম্প সোনারপুরে

Follow Us :

সোনারপুর : ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেওয়ায় বেলায় অনিচ্ছুক অনেকেই। প্রথম ডোজ নেওয়ার ক্ষেত্রে সবার যে উৎসাহ দেখা গেছিল, দ্বিতীয় ডোজ নেওয়ার সময় সেই উৎসাহ আর দেখা যাচ্ছে না। এমন প্রবণতা দেখা যাচ্ছে রাজপুর সোনারপুর পুরসভা এলাকায়।

আরও পড়ুন : কুকুরকে বাইকের ধাক্কা, উত্তেজিত জনতার প্রহারের শিকার ট্রাফিক গার্ডের সার্জেন্ট

ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর রাজপুর ও সোনারপুরের অনেকেই দ্বিতীয় ডোজ নিতে চাইছেন না। ওই এলাকার স্থানীয়রা মনে করেন, ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেই কোভিড সংক্রমণ কমে যায়। সেক্ষেত্রে দ্বিতীয় ডোজের দরকার নেই। তাই দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা দিচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলা করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজপুর ও সোনারপুর পুরসভা। তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা শুরু করেছে। প্রচারে নেমেছেন রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য পাপিয়া হালদার। তিনি জানান, যাঁরা সেকেন্ড ডোজ নেয়নি এবং যাঁদের সেকেন্ড ডোজের সময়সীমা অতিক্রম হয়ে গেছে, তাঁদের খুঁজে বের করে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে পুরসভা। এছাড়া পুরসভার তরফে একটি বিশেষ ক্যাম্প করা হবে। সঠিক নথির অভাবে যারা ভ্যাকসিন নিতে পারেনি, তাঁদের সেখানে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সম্পর্কে এলাকাবাসীদের বোঝাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে পুরসভা। আগামী ২ দিন এলাকায় ঘুরে এই সমীক্ষা চালানো হবে বলে জানালেন পাপিয়া হালদার।

RELATED ARTICLES

Most Popular