Sunday, August 3, 2025
HomeCurrent NewsArambag: সারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিবাদে আরামবাগ শহরে বিক্ষোভ

Arambag: সারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিবাদে আরামবাগ শহরে বিক্ষোভ

Follow Us :

আরামবাগ: হুগলির আরামবাগে পুরসভার উদ্যোগে চলছে জৈবসার তৈরির কাজ। জৈবসারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। সার তৈরির কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আরামবাগ পুরসভার ১৯নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় পুরসভার আবর্জনার গাড়ি পার্কিং করা থাকে। তার উপর নতুন এই সার তৈরির গন্ধে জীবনযাপন দায় হয়েছে তাঁদের। বিক্ষোভের পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

এলাকার বাসিন্দারা জানান, আরামবাগের বেনেপুকুরে দীর্ঘদিন ধরেই পুরসভার ময়লা ফেলার গাড়ি পার্ক করা হয়। তার উপর ওই জায়গাতেই নতুন করে জৈব সার তৈরির কাজ শুরু করেছে পুরসভা। সেই দুইয়ের দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে এলাকার বাসিন্দারা, কচিকাঁচারা। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই এদিন বিক্ষোভে নামেন স্থানীয়রা। তাঁদের দাবি, আবর্জনা গাড়ির পার্কিং ও জৈব সারের কাজ অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর হাসান আলি। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ শুনে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেন কাউন্সিলর। পাশাপাশি জৈব সারের কাজ অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান পুরসভার এক কর্মী।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39