দুর্গাপুর: বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের (Durgapur) কনিষ্কতে রাস্তায় নামা ধস (Road Collapse) সারাতে তৎপর প্রশাসন। শুক্রবার দুপুর পর্যন্ত লাগাতার কাজ (Work) বহাল রয়েছে। খনি এলাকার ধসের ঘটনা হামেশায় খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু খোদ শহর শিল্পাঞ্চল দুর্গাপুরের বুকে ধসের ঘটনা দেখা যায় না। বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গোটা শিল্পাঞ্চল শহর। এখন সেখানে জোর কদমে কাজ চলছে।
দুর্গাপুরের ইস্পাত নগরীর এ জোনে কনিষ্ক মোড়ে আচমকায় রাস্তা জুড়ে বিশাল ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ কর্মীরা। রাস্তায় কী করে ধস তৈরি হল এখনও বোঝা যাচ্ছে না। সকাল থেকে ছোট ধস পরে বড় আকার ধারণ করে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ঘটনাস্থলে দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা পৌঁছে তৎপরতার সঙ্গে এলাকা ঘিরে ফেলেন। শুরু হয় ধস সারানোর কাজ । তবে দুর্গাপুর শহরে ধসের ঘটনা বিগত দিনে কোনওদিন দেখেননি বাসিন্দারা।
আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ
রাস্তার নীচে পাইপ লাইনের কাজ চলায় ফাটল থেকে ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। কিন্তু শিল্পাঞ্চলের পাশেই কয়লাঞ্চল, যেখানে মাটির তলায় কয়লা উত্তোলনের ফলে প্রায়শয় ধসের ঘটনা ঘটে থাকে। তাই এহেন ধসের ঘটনায় রীতিমত শহর শিল্পাঞ্চলে এখন আতঙ্কের ছায়া।
আরও খবর দেখুন