সবং: বড়সড় ডাকাতির ছক বানচাল করল সবং থানার পুলিস। ধারালো অস্ত্র সহ গ্রেফতার ৬ দুষ্কৃতী। শুক্রবার রাতে চাঁদকুড়ি-দশগ্রাম রাজ্য সড়কের উপর বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিস আধিকারিকরা টহল দেওয়ার সময় একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে বেরিয়ে যায়।
এলাকার সিভিক ভলান্টিয়াররা পুলিস কর্মীদের নিয়ে ওই পিকআপ ভ্যানের পিছনে ধাওয়া করে। কয়েক কিলোমিটার পর পুলিসের নজর এড়িয়ে উধাও হয়ে যায় ভ্যানটি। এলাকায় রাতভর তল্লাশি অভিযান চালানো হয়। আচমকা পুলিস দেখতে পেয়ে গাড়িতে থাকা বেশ কয়েকজন দুষ্কৃতী মাঠ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তখনই পুলিস ও স্থানীয় সিভিক ভলান্টিয়াররা ৬ দুষ্কৃতীকে ধরে ফেলে। তাদের সবং থানায় নিয়ে যাওয়া হয়। সবং থানার ওসি সুব্রত বিশ্বাস বলেন, বড়সড় ডাকাতির ছক বানচাল করা হয়েছে। পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ছুরি, ভোজালি সহ প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় ৬ যুবককে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Arvind Menon: রাজ্য বিজেপির কোন্দল সামাল দিতে রবিবার বৈঠকে অরবিন্দ মেনন
ধৃতরা হল- সাদিক শেখ, ইকবাল হোসেন, সাইরুল মোল্লা, খুরশিদ আনসারি, বচ্চন মাজি, এমডি ইস্তাক। পুলিস সূত্রে খবর, ধৃতদের প্রত্যেকের বাড়ি কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। কোথা থেকে ধৃতরা আগ্নেয়াস্ত্র পেল, এর পিছনে কোনও বড় চক্রের হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।