তমলুক: তীব্র গরমের কারণে নির্ধারিত সময়ের আগেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি দিয়েছে স্কুল শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেন, ২ মে থেকে ১৫ জুন, টানা ৪৫ দিন ছুটি থাকবে স্কুলগুলিতে। আজ, সোমবার থেকেই ছুটি শুরু হয়েছে। গরমের ছুটির মধ্যেই পড়ুয়াদের অনুরোধে পরীক্ষা নিল তমলুকের রত্নালী আদর্শ বালিকা বিদ্যালয়। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়া-অভিভাবকদের দাবি মেনেই পরীক্ষা নিয়েছেন তারা।
সরকারি নির্দেশিকা অমান্য করে এভাবে স্কুল খুলে রাখায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা ত্রিপাঠী বলেন, স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী আমরা গরমের ছুটি ঘোষণা করেছিলাম। কিন্তু স্কুলের কয়েকজন ছাত্রী ও তাদের অভিভাবকরা অনুরোধ করেন, পরীক্ষা শেষ করে তার পর স্কুল ছুটি দেওয়া হোক। সোমবার সকালে দশম শ্রেণির পড়ুয়াদের অঙ্ক ও ভূগোল পরীক্ষা নেওয়া হয়। ৩ মে থেকে স্কুলে গরমের ছুটি পড়ছে।
স্কুলের পড়ুয়াদের বক্তব্য, স্কুল থেকে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছিল। আমরাই শিক্ষিকাদের অনুরোধ করি, বাকি থাকা পরীক্ষাগুলি নিয়ে স্কুল ছুটি দেওয়া হোক। আমাদের অনুরোধেই পরীক্ষা নিয়েছেন শিক্ষিকারা।
আরও পড়ুন: Prashant Kishor: এবার রাজনীতির ক্রিজে ব্যাট হাতে পিকে, খেলা শুরু বিহার থেকে