সবং: সবংয়ের দাঁররা গ্রাম পঞ্চায়েতের খোলাগেড়্যা মৌজার বাগালপাড়া। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে খেড়িয়া শবর পাড়াটির দূরত্ব বড়জোর আটশো মিটার। বাসিন্দার সংখ্যা একশোর একটু বেশি। কিন্তু, তাঁদের মধ্যে চতুর্থ শ্রেণির গণ্ডি টপকেছেন মাত্র একজন। অথচ, অফুরন্ত মদের যোগান সেখানে। শৈশব থেকেই নেশায় ডুবে থাকে খুদেরা।
স্থানীয় সূত্রে খবর, অধিকাংশেরই কম বয়সে বিয়ে। সন্তান ধারণ চিরাচরিত রীতি। প্রশাসন- জনপ্রতিনিধিরা দেখেও দেখে না। প্রথম থেকেই বঞ্চনার শিকার তাঁরা। বাড়ি বাড়ি ভিক্ষা আর দিনমজুরিই অর্ধেক টাকায় নেশা করতে শেষ। কার্যত, অশিক্ষার গাঢ় অন্ধকারে নিমজ্জিত তাঁরা। সেই আঁধার দূর করতে এগিয়ে এলেন সবংয়ের দুই বন্ধু-শিক্ষক। স্কুলবিমুখ বাগালপাড়াতে ‘দুয়ারে পাঠশালা’ খুলেছেন ভাস্করব্রত পতি ও শান্তনু অধিকারী।
আরও পড়ুন-মোদির রাজ্যে বন্দর থেকে কুড়ি হাজার কোটির হেরোইন উদ্ধার, তদন্তে এনআইএ
বুধবার আশিঊর্ধ্ব দেবেন বাগালের হাত ধরে ২৮ জন পড়ুয়া নিয়ে ‘বর্ণপরিচয়’ নামে পাঠশালাটির সূচনা হয়। লক্ষ্য, শিশুদের স্কুলমুখি করা। বড়দের স্বাক্ষর করে সামাজিক চেতনা বিকাশ ঘটানো। এদিন, পড়ুয়াদের পোশাক, খাতা, কলম, বই তুলে নিয়ে দেবীর আরাধনা করা হয়। তবে, কোনও প্রথাগত মন্ত্রোচ্চারণে নয়। দেবী দুর্গার ছবির সামনে দাঁড়িয়ে মাটির ঘটে জলসিঞ্চন করে শপথবাক্য পাঠ করা হয়।
দুই শিক্ষক জানান, পাঠশালা আপাতত সপ্তাহে চারদিন চলবে। জোর দেওয়া হবে খেলাচ্ছলে পড়াশোনায়। পুজোর পরে শিশুদের শিক্ষামূলক ভ্রমণ।