বসিরহাট: ভরদুপুরে ব্যবসায়ীকে গুলি করে পালাল দুষ্কৃতী দল৷ রবিবার বসিরহাটের মাটিয়া থানা এলাকার ঘটনা। জখম ব্যবসায়ীকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, এ দিন দোকানেই ছিলেন মোটর পার্টসের ব্যবসায়ী বছর পঞ্চাশের সীতা সাহা। সে সময় একদল দুষ্কৃতী এসে সীতা সাহার কাছে মোটা অঙ্কের টাকার দাবি করে৷ কিন্তু, ব্যবসায়ী দিতে রাজি হননি। শুরু হয় বচসা৷ অভিযোগ, তারপরই ব্যবসায়ীর কোমর লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী৷ আসেপাশের লোকজন ছুটে আসেন৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ তবে, পুলিশ সূত্রের দাবি, টাকা নিয়ে বচসা না পুরানো শত্রুতার জেরে গুলি তা তদন্ত করে দেখা হচ্ছে৷