Thursday, August 14, 2025
Homeজেলার খবরSiliguri: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উত্তরকন্যা অভিযান, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি

Siliguri: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের উত্তরকন্যা অভিযান, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি

Follow Us :

শিলিগুড়ি: টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি। চাকরিতে নিয়োগের দাবিতে শুক্রবার টেট (টিচারস এলিজিবিলিটি টেস্ট) উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। এদিন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের একতা মঞ্চের তরফে ওই উত্তরকন্যা অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিন শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে মিছিলটি এশিয়ান হাইওয়ে ধরে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা যেতে গেলে তিনবাত্তি মোড়ের কাছে পৌঁছতেই পুলিস ওই মিছিল আটকে দেয়। এরপরই পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। তীব্র গরমে ধ্বস্তাধস্তির কারণে অসুস্থ হয়ে পরে বেশ কয়েকজন পড়ুয়া।

মিছিলটি জোর করে পুলিস তুলতে গেলে পরিস্থিতি সাময়িকভাবে আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পরে পাঁচ বিক্ষোভকারীকে উত্তরকন্যায় স্মারকলিপি প্রদানের জন্য যাওয়ার অনুমতি দেয় পুলিস। প্রায় সাতশো পরিক্ষার্থী এই আন্দোলনে যোগ দেন। শুক্রবারে এইর উত্তরকন্যা অভিযানে পরিক্ষার্থীরা জানিয়েছেন, অবিলম্বে তাঁদের চাকরি ব্যাবস্থা না করা হলে তাঁরা আমরন অনশনে বসবেন। এমনকি আরও বড়োসড়ো আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- Bankura: বকেয়া টাকা-সহ একাধিক দাবিতে পথে বাকুড়ার অঙ্গনওয়ারি কর্মীরা

RELATED ARTICLES

Most Popular