Sunday, August 3, 2025
HomeScrollSukanta Majumdar: ভোট ভাগ করতে বামেদের তুলে ধরছে তৃণমূল, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar: ভোট ভাগ করতে বামেদের তুলে ধরছে তৃণমূল, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের

Follow Us :

বারাসত: ভোট ভাগ করতে বামেদের তুলে ধরছে তৃণমূল, বিপর্যয়ের পর প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বারাসতে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সুকান্ত বলেন, ‘হতাশার কিছু নেই। এটা আসলে প্রহসনের ভোট হয়েছে। এতে প্রকৃত জনমত প্রতিফলিত হয়েছে বলে মনে করি না। বিধাননগরে প্রচুর ভুয়ো ভোট পড়েছে।’

বিজেপি সভাপতি আরও বলেন, ‘কেন ভোটে এ ধরনের ঘটনা ঘটল, তা রাজ্য নির্বাচন কমিশনের কাছে আদালতের জানতে চাওয়া উচিত। কারণ আদালত কমিশনকে শান্তিপূর্ণ ও অবাধ ভোট করার দায়িত্ব দিয়েছিল’। সুকান্তর দাবি, বিরোধী ভোট ভাগ করার জন্য তৃণমূল বামেদের তুলে ধরার দায়িত্ব নিয়েছে। তিনি জানান,  বামেদের প্রচারে গুটি কয়েক লোক দেখা যাচ্ছে। অথচ তারা ভাল ভোট পাচ্ছে। এটা অবিশ্বাস্য। তাঁর আরও অভিযোগ, তৃণমূলের লোকজন ছাপ্পা মারার সময় পাঁচটা তৃণমূলে মারলে দুটো বামেদের হয়ে মেরে দিচ্ছে।

আরও পড়ুন: Mamata Banerjee: চারে চার, ভালবাসার দিনে মমতাকেই ভালবাসল বাংলা

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39