skip to content
Wednesday, July 3, 2024

skip to content
HomeCurrent NewsSundarban Fish: রায়মঙ্গলে মৎস্যজীবীর জালে ২১ কেজি ওজনের অদ্ভুত মাছ

Sundarban Fish: রায়মঙ্গলে মৎস্যজীবীর জালে ২১ কেজি ওজনের অদ্ভুত মাছ

Follow Us :

সুন্দরবন: সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশালাকার এক অদ্ভুতদর্শন মাছ। ক্রোকোডাইল প্রজাতির ওই মাছটি ৩ ফুট লম্বা ১ ফুট চওড়া। মাছটির ওজন ২১কেজি ২০০ গ্রাম। বাজারে দাম উঠেছে প্রায় ২০ হাজার টাকা। মাছটির বিজ্ঞানসম্মত নাম পাপ্পিল্লোকুলিসেপ্স লঙ্গিসেপ্স। প্রথমে দেখে কেউ বুঝতেই পারেননি এত দাম হতে পারে মাছটির। তাকে দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ।

স্থানীয়রা জানান, বসিরহাটের হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীতে মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন মৎস্যজীবী।  অনুপ মন্ডল নামে এক মৎস্যজীবীর জাল ধরা পড়ে ধূসর কালো রংয়ের ক্রোকোডাইল প্রজাতির এক মাছ। সচরাচর এই মাছগুলো বঙ্গোপসাগরে দেখা যায়। অনেক সময় বাড়ির অ্যাকোরিয়ামে ক্ষুদ্র আকারের এই মাছ সংরক্ষণ করেন মৎস্য প্রেমীরা। সেই প্রজাতিরই বিশাল আকারের মাছ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। সেই মাছ দেখতে ভিড় জমিয়েছেন রায়মঙ্গলের মানুষ।

মাছ দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। নিজস্ব চিত্র।

মাছটি শারীরিকভাবে সুস্থ থাকায় নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। সুন্দরবনের পাশেই ভারত-বাংলাদেশ সীমান্তের বঙ্গোপসাগরের বেষ্টনী। বঙ্গোপসাগর থেকে দিক ভুল করে হয়তো মাছটি নদীতে ঢুকে পড়েছে। বুধবার বিকেলও বসিরহাটের ইছামতি নদীতে এক ধরনের ছোট আকারের মাছ ধরা পড়ে জেলেদের জালে।

RELATED ARTICLES

Most Popular