দক্ষিণ ২৪ পরগনা: আগেই গোপন সূত্রে খবর পেয়েছিল বারুইপুর জেলার বকুলতলা থানার পুলিশ। খবর অনুযায়ী, রবিবার রাতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে অস্ত্রসহ এক সুপারি কিলারকে।
বকুলতলা থানা এলাকার নতুনহাটে থেকে রশিদ আলী গাজী (২৫)কে গ্রেপ্তার করে পুলিশ। পূর্ব রানাঘাট এলাকার বাসিন্দা ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
পুলিশি জেরায় সে স্বীকার করেছে সুপারি নিয়ে এই এলাকায় এসেছিল দুষ্কৃতী মূলক কার্যকলাপ করার জন্য। আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে। বিচারকের কাছে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।