মগড়া: পড়শি যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত মা। ঘটনার কথা জেনে ফেলায় সাত বছরের শিশুকে অপহরন করে খুন করল মায়ের প্রেমিক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুর মৃতদেহ। মৃত শিশুর নাম রমজান।
ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের বাঁশবেড়িয়ায়। চুরি মহল্লার এলাকার বাসিন্দা শবনম বিবি গ্যাঞ্জেস জুটমিলের শ্রমিক। তাঁর স্বামী নেই। সম্প্রতি প্রতিবেশী যুবক শেখ রাজুর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল।
আরও পড়ুন – প্রেমিকার বাবাকে ভোজালির কোপ, আত্মহত্যার চেষ্টা বিএসএফ জওয়ানের
কয়েকদিন আগে রাজুর সঙ্গে মা’কে ঘনিষ্ঠ হতে দেখে ফেলে ছোট্ট রমজান। এরপরেই গত ২৫ তারিখ রমজানকে খেলার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রাজু। তাকে খুঁজে না পেয়ে বাঁশবেড়িয়া কলবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ করে শিশুর পরিবার ও প্রতিবেশিরা। মগড়া থানার পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করে রাজুর কথা জানতে পারে পুলিশ।
রাজু ঘটনার পর হাওড়ার সাঁকারাইলে পালিয়ে গিয়েছিল। সেখান থেকে পুলিশ তাঁকে ধরে নিয়ে আসে। জেরার মুখে পুলিশের কাছে রমজানকে খুনের কথা স্বীকার করে রাজু। সে জানিয়েছে, ওই মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা শিশুটি সকলকে বলে দেবে ভেবে রমজানকে অপহরন করে সে। তারপর রমজানকে ব্যান্ডেলে চুনুমিঞা গঙ্গার ঘাটের কাছে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গলা টিপে খুন করে। মৃতদেহ ঝোপের মধ্যে ফেলে পালায় সে।
আরও পড়ুন- যুবকের পুরুষাঙ্গ কেটে খুন করল প্রেমিকার পরিবার
পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত শেখ রাজুকে চুনুমিঞার ঘাটে নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অফিসার দেবী দয়াল কুণ্ডু জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত যুবকের সঙ্গে শিশুটির মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেই কারনেই খুন করা হয়েছে শিশুটিকে। অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’ এছাড়াও তদন্তকারীরা জানিয়েছেন, এই খুনের পেছনে শিশুটির মায়ের কোনও হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।