মধুসূদনপুর: স্কুলের ভিতর থেকেই উদ্ধার হল এক ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার হাডউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত মধুসূদনপুর গ্রামে। মৃত স্কুল ছাত্রীর নাম রহিমা খাতুন। বয়স মাত্র ১৪ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই থেকে বেরিয়ে গিয়েছিল নাবালিকা। পরিবারের সদস্যরও মেয়ের খোঁজ পাচ্ছিলেন না। রহিমাকে খুঁজতে বেরোন প্রতিবেশিরাও। তবে শেষমেশ নাবালিকাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এরপর বাড়ির সামনে অসস্থিত এক প্রাথমিক বিদ্যালয়ের দোতলার ছাদে ওড়না দিয়ে নাবালিকাকে ঝুলতে দেখেন তার পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় হাডউড থানায়। পুলিশ এসে নাবালিকার ধুলন্ত দেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্যে কাকদ্বীপের এক মর্গে দেহ নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর নাবালিকার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
আরও পড়ুন: ছাত্রের মৃত্যুর ঘটনায় ইউজিসিকে রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়
পারিবারিক অশান্তির জেরে নাবালিকার আত্মহত্যার ঘটনায় হতবাক স্থানীয়রা। তবে আত্মহ্ত্যা নাকি খুন করা হয়েছে ১৪ বছরের রহিমাকে তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যে নাবালিকার পরিবরারে লোকদের সঙ্গে কথা বলেছ পুলিশ। তাদের বয়ান রেকর্ড রাখা হচ্ছে। এছাড়াও মৃত ছাত্রীর বন্ধু-বান্ধব এবং এলাকাবাসীদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। নাবালিকার নিথর দেহ পাড়ায় ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য এবং স্থানীয়রা। শোকের ছায়া নেমেছে এলাকায়।