skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবর'গাছ' ভাইকে ফোঁটা দিয়ে অন্যরকম ভাইফোঁটা পালন রাজার শহরে

‘গাছ’ ভাইকে ফোঁটা দিয়ে অন্যরকম ভাইফোঁটা পালন রাজার শহরে

Follow Us :

কোচবিহার : আজ ভাই ফোঁটা উৎসব। উৎসবে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বোনেরা ভাইকে সকল বিপদের হাত থেকে রক্ষা ও ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। তবে এক অন্যরকম ভাই ফোঁটার আয়োজন করল রাজার শহর কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গাছকে ফোঁটা দিয়ে ভাই ফোঁটা পালন করলেন তারা।

কথিত আছে, সূর্যের কন্যা যমুনা তাঁর ভাই যমের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ফোঁটা দেন। সেই থেকে বোনেরা ভাইদের শুভ কামনায় এইদিনে ফোঁটা দিয়ে আসছেন। বর্তমান পরিস্থিতিতে নগর উন্নয়নের নামে যেভাবে গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে তা আগামী প্রজন্মের জন্য ক্ষতিকারক। তাই এই অতিমারি পরিস্থিতিতে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে রক্ষা করার জন্য এই অভিনব উদ্যোগ নেয় তারা।

সবুজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে রাজ আমলের প্রাচীন গাছে ফোঁটা দিয়ে এক অভিনব ভাইফোঁটা উৎসবের আয়োজন। শনিবার কোচবিহার স্টেশন চৌপথী সংলগ্ন এলাকায় এই ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়। রাজ আমলের প্রাচীন তল্লী গাছটিকে সাজিয়ে গাছকে ফোঁটা দেয় বোনেরা। গাছে ফোঁটার মধ্য দিয়ে সবুজায়ন রক্ষার এক অভিনব বার্তা তুলে ধরলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সবুজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং সবুজের দীর্ঘায়ু কামনায় এই গাছ ফোঁটার আয়োজন। ভাই ফোঁটা উপলক্ষে মিষ্টি মুখের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পথ চলতি মানুষদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন সংস্থার সদস্যরা।

আরও পড়ুন : স্টোক পার্কে তৈরি হবে রিলায়েন্সের রিসর্ট, আম্বানিরা থাকছেন অ্যান্টিলিয়াতেই

ভাইফোঁটার এই উৎসবে গাছ রক্ষার জন্য স্বেচ্ছাসেবী সংস্থার এই অভিনব উদ্যোগ পরিবেশের ভারসাম্য নষ্টকারী মানুষদের কাছে একটি আদর্শ বার্তা ও সমাজের কাছে তারা সত্যিই এক অনন্য নিদর্শন স্থাপন করল।

RELATED ARTICLES

Most Popular