হাওড়া: কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার শিবপুরে (Shibpur)। টানা দশদিন ধরে মেয়ের মৃতদেহ আগলে মা (Shadow of Robinson Street)। ঘর থেকে পচা গন্ধ পেয়ে পুলিসে খবর দেন এক আত্মীয়। রবিবার পুলিস এসে মেয়ের পচাগলা দেহ উদ্ধার করে।
পুলিস জানিয়েছে, মৃত দীপ্তি মল্লিক (৪৫) তাঁর মা শ্যামলী মল্লিককে (৮০) নিয়ে শিবপুরের কাসুন্দিয়ায় থাকতেন। আর কেউই থাকত না ওই বাড়িতে। সম্প্রতি স্বামীকে হারান শ্যামলী মল্লিক। তারপর থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। এদিকে দীর্ঘদিন ধরে মেয়ে দীপ্তি মল্লিক পক্ষাঘাতে ভুগছিলেন। স্থানীয়দের বক্তব্য, মা ও মেয়ে দুজনেই অসুস্থ হওয়ায় তাঁদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বাড়ির কোন ঘরে কে থাকত, তা নিজেরাই জানতেন না তাঁরা। ঘর থেকে খুবই কম বাইরে বেরোতে দেখা যেত তাঁদের। নিজেরা রান্নাবান্নাও করতেন না। পাড়ার লোক খাবার দিয়ে যেত। এককথায় যেমন তেমনভাবে দিন গুজরান হতো মা-মেয়ের।
আরও পড়ুন: Suicide Attempt: বউদির প্রেমে প্রত্যাখ্যাত যুবকের গঙ্গায় ঝাঁপ, উদ্ধার করলেন মাঝিরা
টানা দশ দিন দীপ্তির কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। রবিবার এক আত্মীয় আসেন ওই বাড়িতে খাবার দিতে। ঘরে ঢুকে পচা গন্ধ পান তিনি। দীপ্তির ঘরে ঢুকতেই দেহ নজরে আসে। শিবপুর থানায় খবর দিলে দুপুরের দিকে পুলিস দেহ উদ্ধার করে। এই ব্যাপারে শ্যামলী দেবী জানান, মেয়ে কোথায় তিনি কিছুই জানেন না। এমনকী মেয়ের মৃত্যুর খবরও তাঁর অজানা।
কীভাবে ঘটল এই মৃত্যু? শারীরিক অসুস্থতা, না কি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিস।