Sunday, August 3, 2025
Homeজেলার খবরঅষ্টমীর সকালে ট্যাঙ্ক ধসে গুরুতর জখম ৩ শিশু

অষ্টমীর সকালে ট্যাঙ্ক ধসে গুরুতর জখম ৩ শিশু

Follow Us :

মাথাভাঙা: উৎসবের সময় অঘটন ঘটল মাথাভাঙায়৷ একটি ট্যাঙ্ক ধসে জখম হল তিন শিশু৷ গুরুতর জখম অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ সেখানেই চিকিৎসা চলছে তিন শিশুর৷ তবে এখন প্রত্যেকেই স্থিতিশীল আছে বলে খবর৷

আরও পড়ুন: অষ্টমীর বেলা গড়াতেই হাওয়া অফিসের আশঙ্কা সত্যি করে জেলায় জেলায় বৃষ্টি

অষ্টমীর সকালে ঘটনাটি ঘটে মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরা হাট ১ নম্বর গ্রামপঞ্চায়েতের একটি গ্রামে৷ গ্রামের বাসিন্দা বেলালউদ্দিন মিঁয়ার বাড়িতে একটি মৎস্য ট্যাঙ্ক তৈরি হচ্ছিল৷ স্থানীয়রা জানিয়েছেন, একশো দিনের কাজের প্রকল্পের আওতায় ওই ট্যাঙ্ক তৈরি হচ্ছিল বেলালউদ্দিনের বাড়িতে৷ এদিন সকালে সেখানে খেলছিল তিন শিশু৷ তখনই ট্যাঙ্ক ধসে বিপত্তি ঘটে৷ গুরুতর আহত হয় সকলে৷ খবর পেয়ে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়৷ সন্তানদের নিয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে যান তাদের অভিভাবকরা৷  বাবা-মায়েরা জানিয়েছেন, কারওর থুতনিতে, কারওর হাতে চোট লেগেছে৷ তবে সকলেই এখন সুস্থ আছে৷

Children
মাথাভাঙা হাসপাতালে চিকিৎসা চলছে জখম তিন শিশুর৷ বুধবার৷ নিজস্ব চিত্র৷
RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39