skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরHowrah: শীতবস্ত্র কিনতে গিয়ে নিখোঁজ একই পরিবারের ৩ জন

Howrah: শীতবস্ত্র কিনতে গিয়ে নিখোঁজ একই পরিবারের ৩ জন

Follow Us :

হাওড়া: শীতবস্ত্র কিনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ (Howrah) একই পরিবারের ৩ জন। হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার আনন্দনগর সাপুইপাড়া এলাকার ঘটনা। ১৫ ডিসেম্বর দুপুরে শীতবস্ত্র কিনতে শ্রীরামপুরে যাবেন বলে বাড়ি থেকে বের হন তাঁরা। দুপুর আড়াইটে থেকে তাঁদের মোবাইল সুইচড (Howrah) অফ হয়ে যায়। তারপর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। গৃহবধূর নাম রিয়া কর্মকার, এবং তাঁর জা অনন্যা কর্মকার ।

পরিবারের তরফে ১৫ ডিসেম্বর রাতে নিশ্চিন্দা থানায় মিসিং ডায়েরি করা হয়। পুলিস সূত্রে খবর, নিখোঁজদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যরা ছাড়াও এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই তিনজন ট্রেনে চেপেছিলেন কি না, তা দেখার জন্য স্টেশন সংলগ্ন এলাকার সিসিটিভির ফুটেজের উপর জোর দিচ্ছে পুলিস।

নিখোঁজ দুই মহিলার পরিবার সূত্রে খবর, কোনওরকম পারিবারিক অশান্তি হয়নি। বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথাও জানা ছিল না কারুরই। টাকা চেয়ে এখনও পর্যন্ত কোনও হুমকি ফোনও পাননি বলে জানান পরিবারের সদস্যরা। দুই মহিলার পরিবারের সদস্যরা বারংবার থানায় এলেও এখনও পর্যন্ত কোনও সূত্র পায়নি পুলিস।

আরও পড়ুন : Dhupguri: ধূপগুড়িতে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের বিষপান

নিখোঁজ এক মহিলার স্বামী জানান, ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১২টা নাগাদ ফোনে কথা হয়েছিল। স্ত্রী জানিয়েছিল, কম্বল-সোয়েটার কিনতে শ্রীরামপুর যাচ্ছে। বেলুড় স্টেশনে টিকিটও কেটেছিল বলে জানায়। তারপর কয়েক ঘণ্টা আর কোনও কথা হয়নি। দুপুরের পর থেকে ফোন বন্ধ।

আরেক মহিলার স্বামী জানান, পুলিস ওইদিন রাতেই বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। তারপর দু’দিন কেটে গেলেও কোনও সন্ধান পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্তও ছিল না। পারিবারিক কোনও সমস্যাও ছিল না। তা সত্ত্বেও কেন এমন ঘটনা, বোঝা যাচ্ছে না।  

RELATED ARTICLES

Most Popular