মালদহ : মানিকচক ও ভূতনিতে বাজ পড়ে মৃত্যু হল দু’জনের, আহত হয়েছে আরও দুই। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার দুপুরে প্রবল কালবৈশাখী ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়। জানা গিয়েছে ঝড়ে আম কুড়াতে গিয়ে মৃত্যু হয়েছে ওই দুজনের। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন : Sukanta Majumdar | রাজ্যে এখন পঞ্চায়েত প্রিমিয়াম লিগ চলছে, মন্তব্য সুকান্তের
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর নাগাদ এনায়েতপুরের বাসিন্দা হারেস মমিন তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির কাছে আম বাগানে আম কুড়াতে যান। সে সময় বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মমিনের, তাঁর ছেলে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ভূতনির উত্তর চন্ডিপুর অঞ্চলের সাহেবরাম টোলার বাসিন্দা কবিতা মণ্ডলও তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি সংলগ্ন আমবাগানে আম কুড়োতে গিয়ে যান। তখন বাজ পড়ে তাঁর মৃত্যু হয়। তাঁর মেয়ে সুপ্রিয়া মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ভূতনি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
মানিকচক ও ভূতনি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
এদিকে মঙ্গলবার বিকালে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। বড়ঞা থানার রামরামপুর গ্রামে বজ্রাঘাতে জখম হল এক প্রৌঢ় ও এক যুবক। আহত কলম সেখ ও কিরণ সেখকে স্থানীয় বাসিন্দারা কান্দি মকুমা হাসপাতালে ভর্তি করে।