কলকাতা টিভি ওয়েব ডেস্ক: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভার ভদ্রকালী এলাকা। বৃহস্পতিবার সকালে পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ছররা গুলির আঘাতে জখম হয়েছেন ৪ জন। তাদের মধ্যে এক কিশোরীর সহ দুই মহিলা আছেন। জখমদের অভিযোগ গোলাগুলি চলার পরে ইসলামপুর থানার পুলিস ঘটনাস্থলে আসে। বিবাদ কারীদের হটিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একটা জমি নিয়ে হাবা ও সুইট গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বৃহস্পতিবার সেই বিবাদ চরম আকার নেই। বাড়ির ভিতরে ঢুকে গুলি করার অভিযোগ জখমদের। বর্তমানে ৪ জখমই ইসলামপুর মহকুমা হাসপাতাল চিকিৎসাধীন।
সংঘর্ষের ঘটনায় জড়িত দুই গোষ্ঠীই তৃণমূলের কর্মী-সমর্থক। দুই গোষ্ঠীর বিরুদ্ধে ইসলামপুর থানা একাধিক মামলা আছে বলেও জানিয়েছেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। তবে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি। বরং, চোপড়ার তৃণমূল বিধায়ক ইসলামপুর পুলিসের বিরুদ্ধে অভিযোগ করেন।
আরও পড়ুন: Jagdeep Dhankhar: ৭ মার্চ বিধানসভার অধিবেশন কি রাত দু’টোয়, সার্কুলার নিয়ে বিভ্রান্তি
হামিদুর রহমানের কথায়, “ঝামেলার জন্য দায়ী ইসলামপুর থানার আইসি। কারণ দুই গোষ্ঠীর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। দুই পক্ষকেই জিজ্ঞাসাবাদ করে বা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিবাদ মেটাতে পারত থানা কর্তৃপক্ষ। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। বরং এক পক্ষকে বারবার তুলে নিয়ে যাওয়া হয়েছে।”
ইসলামপুর জেলার পুলিস সুপার শচীন মক্কর বলেন, “গুলি চলেছে কি না পুলিস চোখে দেখেনি। গুজব উঠছে দুই তিন জন আহত হয়েছে। এলাকায় পুলিসি টহলদারি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”