কলকাতা: গোসাবা বিধানসভা আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করল তৃণমূল৷ শেষ পর্যন্ত সুব্রত মণ্ডলকে টিকিট দিল দল৷ গোসাবা উপ-নির্বাচনে বাপ্পাদিত্য নস্করের সঙ্গে তিনিও টিকিট পাওয়ার দৌড়ে ছিলেন৷ তাঁর নাম ঘোষণার পরই দলের প্রতি কৃতজ্ঞতা জানান সুব্রত মণ্ডল৷
সুব্রতবাবু বলেন, দল আমার উপর আস্থা রেখেছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন৷ সেই জন্য দলের কাছে আমি কৃতজ্ঞ৷ গোসাবার উন্নয়নে তাঁদের ভাবনাকে আমি বাস্তবায়িত করব৷
আরও পড়ুন: উপনির্বাচনের এই ফলাফলে কতখানি প্রতিফলিত হল জনতার রায়, প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার
আগামী ৩০ অক্টোবর শান্তিপুর, দিনহাটা, গোসাবা এবং খড়দহে উপনির্বাচন৷ এর মধ্যে তিনটি কেন্দ্রের প্রার্থীর নাম ভবানীপুরের ভোট গণনা শেষ হওয়ার পরই ঘোষণা করে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, দিনহাটায় উদয়ন গুহ প্রার্থী হচ্ছেন। খড়দহে উপনির্বাচন প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷’ তবে তখনও গোসাবার প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি৷ ওই কেন্দ্রে দু’জনের নাম হাওয়ায় ভাসছিল৷ একজন মৃত তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের ছেলে বাপ্পাদিত্য৷ অপরজন সুব্রত মণ্ডল৷
আরও পড়ুন: ভবানীপুরে জিতেই তিন কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা মমতার
একুশের বিধানসভা ভোটে ওই চার কেন্দ্রেই ভোট হয়৷ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা যান খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা৷ ভোটে জয়ী হওয়ার পর মারা যান তিনি৷ তাঁর মৃত্যুতে খড়দহ কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে যায়৷ করোনা আক্রান্ত হয়ে মারা যান গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর৷ শান্তিপুর এবং দিনহাটা কেন্দ্রে একুশের নির্বাচনে জয়ী হন বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার, নিশীথ প্রামাণিক৷ পরে তাঁরা সাংসদ বহাল থাকার সিদ্ধান্ত নেন৷ ফলে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন৷ ৩০ অক্টোবর এই চার কেন্দ্রেই ভোট হবে৷