ইসলামপুর: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে উত্তপ্ত উত্তর দিনাজপুর (North Dinajpur)। রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। চলল বোমা (Bomb) গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুন্ডা এলাকায়। জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সাকিব আখতার (৩০)।
স্থানীয় সূত্রে খবর, শাসকদলের দু’পক্ষের মধ্যে ক্ষমতা দখল নিয়ে বুধবার সন্ধ্যা থেকেই উত্তপ্ত ছিল ওই এলাকা। দীর্ঘদিন ধরেই শাহনওয়াজ আলম ও মেহেবুব আলমের মধ্যে রাজনৈতিক বিবাদ চলছিল। মৃত সাকিবের ভাই সাহানাবাজ আলম ইসলামপুরের তৃণমুল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর গোষ্ঠীর লোক হিসেবে পরিচিত। অন্যদিকে মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেবুব আলম তৃণমুলের জেলা সভাপতি তথা ইসলামপুরের পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠীর লোক বলেই খবর। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই দুই গোষ্ঠীর বিবাদ চলছিল। আর এই নিয়েই বুধবার তেতে ওঠে দক্ষিণ মাটিকুন্ডা গ্রাম। বিবাদ চলাকালীন বুধবার রাতে শাহনওয়াজের বাড়িতে প্রধান মেহেবুব আলম ও তার লোকজনেরা হামলা চালায় বলে অভিযোগ।চলে গুলি ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হয় শাহনওয়াজের ভাই সাকিব আকতারের।
আরও পড়ুন:Anubrata Mondal: স্বাস্থ্য পরীক্ষার জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে কেষ্টকে
সিভিক ভল্যান্টিয়ার সাকিব আখতারের পরিবারের দাবি, বুধবার মধ্যরাতে তাঁদের বাড়িতে ঢুকে বোমা ছোড়ে মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেবুব আলম প্রধান ও তাঁর দলবল। বোমার ঘায়ে লুটিয়ে পড়েন ওই সিভিক ভল্যান্টিয়ার। তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এলাকার উত্তেজনা নিয়ন্ত্রণে বসানো হয়েছে পুলিশ পিকেটও। অন্যদিকে, গন্ডগোলের খবর পেয়ে হাসপাতালে আসেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশ ও তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হুসেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এমনকী ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনায় যথাযথ পদক্ষেপ না নিলে বিধায়ক পদ ইস্তফা প্রদানেরও হুশিয়ারি দিয়েছেন বিধায়ক করিম সাহেব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।