Thursday, August 14, 2025
Homeজেলার খবরনৌকায় চেপে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক

নৌকায় চেপে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক

Follow Us :

বহরমপুর: রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দুষেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছিলেন, এই বন্যা ‘মেন মেড’৷ ফরাক্কার ব্যারেজ থেকে ডিভিসি জল ছাড়ায় এখনও জলমগ্ন মুর্শিদাবাদের বহু এলাকা৷ কুলিদিয়ারচর, হোসেনপুরচর-সহ নানা গ্রাম থেকে এখনও নামেনি গঙ্গার জল৷ রবিবার বন্যা কবলিত ওই সব এলাকা ঘুরে দেখেন ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মণিরুল ইসলাম৷ নৌকায় চেপে এলাকায় ঘোরেন তিনি৷ ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে তুলে দেন ত্রাণ৷

কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে ফুলে ফেঁপে ওঠে গঙ্গা৷ জলস্তর বিপসসীমা পেরতেই খুলে দেওয়া হয় ফরাক্কা ব্যারেজের ১০৯টি গেট৷ তার ফলে হু হু করে জল ঢুকে পড়ে কুলিদিয়াচর, হোসেনপুরের মত আশেপাশের গ্রামগুলিতে৷ লোকালয়ে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েন সেখানকার বাসিন্দারা৷ তাঁদের বাড়ি-ঘর জলের তলায় ডুবে যায়৷ বাধ্য হয়ে বাসিন্দাদের আশ্রয় নিয়ে হয় স্থানীয় স্কুলে৷

আরও পড়ুন: ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

এদিন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার সময় ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন বিধায়ক৷ মণিরুল ইসলাম পেয়ে দুর্দশার কথা জানান বাসিন্দারা৷ তাঁদের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ তুলে দেন বিধায়ক৷ এদিন মোট ৪০০টি পরিবারের হাতে ত্রিপল ও শুকনো খাবার তুলে দেন৷ এলাকা পরিদর্শনের সময় মণিরুল ইসলামের সঙ্গে ছিলেন ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জুমারা খাতুন, ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস নেতা আলী আহসান বাপি, পূর্তকর্ম দক্ষ বাবলু ঘোষ, তৃণমূল নেতা অরুণ মই দাস, ইলিয়ায় সেখ প্রমুখরা৷

RELATED ARTICLES

Most Popular