সবং: মাদুরের জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের সবং গ্রাম। এই শিল্পের জন্য এইবার রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন দুই মহিলা। মাদুরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মূর্তির অবয়ব। কোনওটা পৌরাণিক, কোনওটা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কোনও বিশেষ প্রতিকৃতি।
ওই দুই মহিলা গৌরী দাস এবং গৌরী জানার বাড়ি সবং এর সাতা গ্রামে। জোড়া রাষ্ট্রপতি পুরস্কারে খুশি সবংবাসী। এদিন তাঁদের হাতে সংবর্ধনা তুলে দেন, মন্ত্রী মানস ভুঁইয়া। সঙ্গে ছিলেন, খড়্গপুরের মহকুমা শাসক আজমল হোসেন, ওসি সুব্রত বিশ্বাস, সবংয়ের বিডিও তুহিনশুভ্র মোহান্তি। ওই দুই গৃহবধূকে মুখ্যমন্ত্রীর পক্ষ শাড়ি, ফুল, মিষ্টি উত্তরীয় তুলে দেওয়া হয়।
কিছুদিনের আগে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি সবং -এ মাদুর হাবের কাজ চলছে। বছরে প্রায় ৬০০ থেকে সাড়ে ৬০০ কোটি মাদুরের ব্যবসা হয় এবং এত বড় একটি শিল্প যেখানে সবং এর প্রতিটি মানুষ এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই পুরস্কারে খুশি সকলে।
আরও পড়ুন: জনস্বার্থ মামলা নিয়ে ‘লাফালাফি করবেন না’, দিলীপকে বার্তা ফিরহাদের