skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeজেলার খবরShootout at Alipurduar: আলিপুরদুয়ারে বালি-বোল্ডারের বখরা নিয়ে গুলির লড়াই, মৃত দুই

Shootout at Alipurduar: আলিপুরদুয়ারে বালি-বোল্ডারের বখরা নিয়ে গুলির লড়াই, মৃত দুই

Follow Us :

আলিপুরদিয়ার: আলিপুরদুয়ারের (Alipurduar) তিতিখোলা নদীর পাথর বা বোল্ডার তোলার এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদে খুন। বালি-বোল্ডারের বখরা নিয়ে দুই গ্যাঙের মধ্যে গুলির লড়াই (Shootout) হয়। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ আলিপুরদুয়ারের মাদারিহাট থানার গ্যারগেন্ডা চা বাগানে ওই দুই গোষ্ঠীর মধ্যে চলে গুলির লড়াই। পরস্পরের লড়াইয়ে মৃত্যু হয় দু’জনের। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাদারিহাটের গ্যারগেন্ডা চা বাগান এলাকায় তিতিখোলা নদী থেকে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে পাথর তোলা হতো। এমনকী যারা পাথর তুলতে আসত তাদের থেকে তোলা আদায় করা হতো। এই পাথরের খাদান কার দখলে থাকবে তাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। সোমবার রাতে দুই গোষ্ঠীর প্রায় ২০ থেকে ২৫ জনের মধ্যে গুলির লড়াই চলে গ্যারগেন্ডা চা বাগান এলাকায়। মৃত্যু হয় পাপ্পু থাপা ও বাবু মাহালি নামে দু’জনের। গুরুতর জখম হয় আরও দু’জন।

আরও পড়ুন: Budget 2022: স্বাধীনতার ৭৫ বছরে দেশে ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক, ঘোষণা নির্মলার

পাপ্পু থাপা চা বাগানের মন্দির লাইনের বাসিন্দা। অপর একজন বাবু মাহালি, বাড়ি বীরপাড়া থানার দলমোড় চা বাগানে। এই দু’জন এলাকায় বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিস। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি গোষ্ঠী শাসকদলের ছত্রচ্ছায়ায় আশ্রিত। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে গ্যারগেন্ডা চা বাগানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী সহ RAF। ঘটনার তদন্তে নেমেছে মাদারিহাট থানার পুলিস।

RELATED ARTICLES

Most Popular