skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরপুজোর আগেই চাকরি চাই, না হলে আন্দোলনে নামবেন বালুরঘাটের টেট উত্তীর্ণরা

পুজোর আগেই চাকরি চাই, না হলে আন্দোলনে নামবেন বালুরঘাটের টেট উত্তীর্ণরা

Follow Us :

বালুরঘাট : ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগ করতে হবে। এই দাবিতে জেলা শাসকের নিকট স্মারকলিপি পেশ করল একতা মঞ্চ নামে একটি সংগঠন। টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও যাঁরা এখনও নিয়োগ হননি, তাঁদের নিয়েই এই সংগঠন।

আরও পড়ুন : টেট পাস করে মেলেনি চাকরি, স্বেচ্ছামৃত্যুর হুমকি দিয়ে বিক্ষোভ

বুধবার বালুরঘাটে জেলা শাসকের দফতরে ওই সংগঠনের সদস্য ও সদস্যাগণ মিছিল করে এসে জেলা শাসকের নিকটে তাঁদের দাবি দাওয়া পেশ করেন। সেখান থেকে বেড়নোর পর সংবাদ মধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করেছেন। গত বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে, টেট উত্তীর্ণদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে। সেই মত মুখ্যমন্ত্রী প্রায় ২০ হাজার টেট উত্তীর্ণদের মধ্যে প্রায় ১২ হাজার প্রার্থীকে চাকরি দিলেও বাকি ৮ হাজার প্রার্থীর চাকরির ব্যাপারে আর কোনও সাড়া শব্দ তাঁরা পাচ্ছেন না। তাই তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী পুজোর আগে তাঁর প্রতিশ্রুতি মত এই আট হাজার টেট উত্তীর্ণদের চাকরির নিয়োগ পত্র দিন। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছেন প্রায় ১০০ জন চাকরি প্রার্থী। যদি পুজোর আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মত তাঁদের চাকরির নিয়োগ পত্র না দেন, তাহলে তাঁরা এর বিরুদ্ধে কলকাতার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান।

RELATED ARTICLES

Most Popular