গোসাবা: অ্যাম্বুলেন্স পরিষেবা এবার থেকে পাওয়া যাবে জলে। সুন্দরবনের মানুষের সুবিধার জন্য অভিনব এই পরিষেবা চালু করল প্রশাসন। নাম ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’।
মঙ্গলবার থেকে এই পরিষেবা চালু হল গোসাবার মানুষের জন্য। মূলত নয়টি দ্বীপ নিয়ে গঠিত এই গোসাবা ব্লক। এখানে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে স্বাস্থ্য পরিষেবার জন্য মানুষকে যেতে হলে নদী পথই ভরসা। কিন্তু, রাত বিরেতে রোগী নিয়ে নদী পারাপার করা যথেষ্ট অসুবিধার। অনেক সময় থাকে না নৌকা বা লঞ্চও। এছাড়া, সন্তানসম্ভবা মায়েদের অপারেশন সহ অন্যান্য জটিল স্বাস্থ্য সমস্যার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে যেতে হয় রোগীদের নিয়ে। তাই তাঁদের সুবিধের জন্য এই পরিষেবা চালু করা হল। এর ফলে আপৎকালীন সময়ে রোগীদের চিকিৎসা পেতে আর সমস্যা হবে না।

আরও পড়ুন: মা-ছেলেকে খুন করে ঘরময় দাপিয়ে বেড়ায় খুনি, কারণ জানতে ফের ঘটনাস্থলে হোমিসাইড
পশ্চিমবঙ্গে এই প্রথম এই পরিষেবা চালু হল। এদিন সুন্দরবন উন্নয়ন দফতরের তরফ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্স গোসাবার মানুষের জন্য উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিধায়ক ও দফতরের আধিকারিকরা। এই পরিষেবা চালু হওয়াতে খুশি সুন্দরবনের মানুষেরা।
আরও পড়ুন: অফিস টাইমে মুখভার আকাশের, তুমুল বৃষ্টিতে জলমগ্ন মহানগর-যানজট