Wednesday, July 30, 2025
HomeScrollWest Bengal Civic Polls: সাতসকালেই বিক্ষিপ্ত অশান্তি দক্ষিণবঙ্গের পুরভোটে

West Bengal Civic Polls: সাতসকালেই বিক্ষিপ্ত অশান্তি দক্ষিণবঙ্গের পুরভোটে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পুরভোট শুরু হতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। কোথাও মারধর করে এজেন্টদের বের করে দেওয়া, কোথাও বুথ জ্যাম, ভয় দেখানো, এমনকী ভোটের মেশিন ভেঙে দেওয়ার ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল পুরভোট। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদলের দিকে।
বহরমপুর পুরসভার ৬ নং ওয়ার্ডের ৪৬ নং বুথে বহরমপুর জিটি আই স্কুলে বুথের ভেতরে কংগ্রেস এজেন্টকে ব্যাপক মারধর ও কান ফাটিয়ে রক্ত বের করে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে যান অধীর চৌধুরী। অধীর চৌধুরীর বিরুদ্ধে বাজার গরম করার অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী তথা বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়।
নিউ ব্যারাকপুরের ৮ নম্বর ওয়ার্ডে দেবাশিস বসু প্রাথমিক বিদ্যালয়ে সিপিএম এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। তাদের ইট এবং বন্দুকের বাঁট দিয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মহিলাদের ড্রেনের মধ্যে ফেলে দিয়ে মারধর করার অভিযোগও ওঠে।
কান্দি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষকে আক্রমণের অভিযোগ ওঠে বহিরাগতের বিরুদ্ধে। এই নিয়ে নির্দল প্রার্থী গৌতম রায়ের সমর্থক ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় গুরুপদ হাইস্কুল মোড়ে।
হুগলির আরামবাগ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সুশীল বাড়ুইকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী সঞ্জয়ের ঘোড়ুই বলেন, আমাদের কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। মানুষ যাতে ভালোভাবে ভোট দেয়, এদিকে আমি নজর রাখছি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট দিচ্ছে।


কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে গতরাতে বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতরাতে ভোটের কাজকর্ম সেরে বাড়ি ফেরার সময় তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই তাঁকে উত্তরপাড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: WB Municipal Election 2022 Live: অর্জুন সিংয়ের খাসতালুকে কলকাতা টিভিকে হুমকি

সকালেই টাকি পুরসভার ১০ নং ওয়ার্ডের ২৭৩ ও ২৭৪ টাকি টাউন স্কুল থেকে বিজেপির পোলিং এজেন্টদের তুলে নিয়ে যাওয়া অভিযোগ ওঠে।
মুর্শিদাবাদে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।জঙ্গিপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জঙ্গিপুর ভিক্টোরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। কংগ্রেসে প্রার্থী মোহন মাহাতর অভিযোগ, তৃণমূলের দলীয় পতাকা লাগানো টোটোয় করে ভোটারদের নিয়ে আসছে। নির্বাচনের গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রভাবিত করছে তৃণমূল।


বুথের ভেতর ভোটারদের ভোট জোর করে দিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর। নদিয়ার গয়েশপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী শর্মিলা বৈরাগী। বেলামিত্র প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঘনস্থলে পুলিস। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

আরও পড়ুন: WB Municipal Election 2022: ভোটবঙ্গে অন্য ছবি! বুথের বাইরে আড্ডায় শাসক-বিরোধী!

তিন মহিলা প্রার্থীর ঝগড়া। ঝগড়া থামাতে পুলিস, বুথ জ্যাম ও রিগিং করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় গয়েশপুরে। রিগিং করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, একযোগে অভিযোগ সিপিআইএম ও কংগ্রেস প্রার্থীর। ৫ নং ওয়ার্ডের ২৪৯ ও ২৫০ বুথের ঘটনা। ঘটনাস্থলে পুলিস। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর।
ভোট দিয়ে বাড়ি ফেরার পথে দুই কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের। কংগ্রেস কর্মীদের অভিযোগ, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তৃণমূলের বুথ ক্যাম্প অফিস থেকে কয়েকজন যুবক বেরিয়ে তাঁদের মারধর করে। দুজনকে উদ্ধার করে স্থানীয় লোকজন অশোকনগর হাসপাতালে নিয়ে যান। আহত দুই কংগ্রেস কর্মীর নাম শেখরচন্দ্র ব্যাপারী ও কমলচন্দ্র ব্যাপারী। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।


কালনা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অম্বিকা ব্যায়াম সমিতিতে সিপিআইএম প্রার্থী রাধা মুখোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন প্রার্থী নিজেই। রাজপুর-সোনারপুর পুরসভার বাংলা স্কুলেও উত্তেজনা দেখা দেয়।

বহরমপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের মহাকালী পাঠশালার ৯১ ও ৯২ নং বুথে বিজেপি প্রার্থী অনির্বান বিশ্বাসকে মারধোর করে রক্তাক্ত করার অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দুস্কৃতিদের দিকে। অভিযোগ অস্বীকার শাসক দলের।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | অপারেশন সিঁদুর নিয়ে পার্লামেন্টে বক্তব্য রাখছেন রাহুল গান্ধী, দেখুন Live
49:51
Video thumbnail
Rajnath Singh | রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে সরব রাজনাথ সিং, দেখুন সরাসরি
02:07:30
Video thumbnail
Mamata Banerjee | 'বাংলাকে ব/ঞ্চনা মানব না'
01:41:15
Video thumbnail
Congress | নয় ট্রাম্পের মুখ বন্ধ করুন, নাহলে ম‍্যাকডোনাল্ড বন্ধ করুন
01:11:16
Video thumbnail
Tejashwi Yadav | কী করে পহেলগামে অ্যা/টা/ক হল? বি/স্ফো/রক তেজস্বী যাদব
52:45
Video thumbnail
Donald Trump | Putin | ট্রাম্পের হু/ম/কির মুখে পুতিন! কোন নয়া স্ট্র্যাটেজি মার্কিন প্রেসিডেন্টের?
01:23:20
Video thumbnail
Amit Shah | 'জ/ঙ্গিদের পকেটে পাকিস্তানি চকলেট মিলেছে' বি/স্ফো/রক অমিত শাহ
55:20
Video thumbnail
Amit Shah | Pahelgam | 'নি/হ/ত ৩ জ/ঙ্গিই পহেলগাম কাণ্ডের হা/ম/লা/কারী'
45:35
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
01:20:21
Video thumbnail
Metro News | ফের যাত্রী ভোগান্তি, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, কী কারণ?
58:20

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39