কান্দি: পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল মুর্শিদাবাদের যুব তৃণমূল নেতার। কান্দি-বহরমপুর রাজ্য সড়কের পুরন্দরপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রেজাউল শেখ। তিনি মুর্শিদাবাদের বালিয়া অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। কান্দি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
শুক্রবার রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন রেজাউল। পুরন্দরপুর মোড়ে একটি কলাবোঝাই পিক আপ ভ্যান তাঁকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দারা কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।