কুলপি: আবার বোমার হদিশ কুলপির (Kulpi) ছামনাবনিতে। গত রবিবার ২৪টি তাজা বোমা উদ্ধারের পর সোমবার রাতে ছামনাবনি গ্রামের মাঠে খড়ের গাদাতে ২টি ব্যাগ ভর্তি বোমা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে জায়গাটি ঘিরে রাখে। পরে সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতায় ব্যাগ নিয়ে এসে থানার একপাশে নিরাপদ স্থানে সরিয়ে রাখে কুলপি পুলিশ। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বিকেলের মধ্যে তারা এসে বোমা নষ্ট করবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে বোমার হদিশ পাওয়া গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ছামনাবনি গ্রামে। প্রসঙ্গত, গত বুধবার কুলপি (kulpi) থানার ছামনাবনি গ্রামেই বোমা ফেটে জখম হয় ২ শিশু। আহত দুই নাবালকের নাম ফরিদুল পাইক ও তইদুল পাইক। বুধবার একটি পোলের তলায় প্লাস্টিকে মোড়া অবস্থায় বোমা পড়ে থাকতে দেখে দুই নাবালক। সেটিকে তারা খেলার বল ভেবেছিল। প্লাস্টিকের মধ্যে থাকা বোমা সেখান থেকে বের করে বল ভেবে ছুড়ে ফেলতেই বিস্ফোরণ ঘটে। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদর ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: Shraddha-Aaftab Case: শ্রদ্ধা খুনের সিবিআই তদন্তের আর্জি নাকচ, হবে পলিগ্রাফ পরীক্ষা
তারপরই ছামনাবনিতে বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন অঞ্চল কার্যকরী সভাপতিকে গ্রেফতার করে কুলপি থানার পুলিশ। ধৃতের নাম শাহাদাৎ পিয়াদা। গত রবিবার ছামনাবনি গ্রামের একাধিক জায়গা থেকে ২৪টি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। এরপরেই রাতে শাহাদাৎ পিয়াদাকে গ্রেফতার করা হয়।
অবশ্য যুব তৃণমূলের প্রাক্তন অঞ্চল কার্যকরী সভাপতির গ্রেফতারে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বলেন, শাহাদাৎ পিয়াদার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই, তিনি আইএসএফের কর্মী। অবশ্য ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি নস্যাৎ করে আইএসএফ নেতা বাহাউদ্দিন মোল্লা বলেন, আইএসএফে দুষ্কৃতীদের কোনও জায়গা নেই। তৃণমূল কংগ্রেস নিজেদের ব্যর্থতা ঢাকতে অস্বীকার করছে যে শাহাদাৎ পিয়াদা তাদের অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নয়।