তমলুক: ফের হাসপাতালে শিশু মৃত্যু (Child Death)। মহিষদল থানার রামবাগ এলাকার ঘটনা। শনিবার সকালে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে (Tamralipto Government Medical College and Hospital), ভর্তি করা হয় সাত মাসের এক শিশুকে। শ্বাসকষ্ট জনিত কারণ দেখিয়ে সাত মাসের ওই শিশুকে ভর্তি করে তার পরিবারের লোকেরা। পরে সেদিন রাত আটটা নাগাদ মৃত্যু হয় ওই শিশুর। পরিবারের অভিযোগ, চিকিৎসক ওই অক্সিজেন দেওয়ার করা বলেছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত নার্স সময় মতো তা করেননি। পরিবারের লোককেদের দাবি, তাঁদের শিশুটি যেই সময় শ্বাসকষ্ট ভুগছিল সেই সময় অক্সিজেন দিলে পরিস্থিতি স্বাভাবিক থাকত।
কেন চিকিৎসক বলার পরেও তৎক্ষণাৎ অক্সিজিনের ব্যবস্থা করা হল না সেই নিয়ে পাল্টা বিক্ষোভ দেখতে শুরু করেন ওই শিশুর পরিবারের লোকেরা। পুত্র হারানোর শোকে কান্নায় ভেঙে পরে পরিবারের লোকেরা। বিক্ষোভে ফেটে পরে গোটা হাসপাতাল চত্বর। তমলুকে থাকা আত্মীয়-স্বজনরা ছুটে আসে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: Kurmi Movement | রাতভর বৈঠক নিষ্ফলা, আন্দোলন প্রত্যাহারের আশ্বাস কুরমি সমাজের
পরিবার সূত্রের খবর, এরপরই ঘটনাস্থলে চলে আসে তমলুক থানার পুলিশ। ওই পরিবারের লোকেদের আশ্বাস্থ করে যে তাঁরা পাশে আছে। একইসঙ্গে পুলিশের তাঁদের হাসপাতাল চত্বরে বিক্ষোভ না দেখিয়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন। পুলিশের কোথায় ভরসা করে বিক্ষোভ থামিয়ে বাড়ি ফায়ার যান তাঁরা। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে। কিন্তু স্বাস্থ্যপরিসেবা সহ অন্যান্য পরিষেবা অত্যন্ত খারাপ বলে অভিযোগ করেন মৃত শিশুর পরিবার পরিজন।