কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির (Tarunjyoti Tiwari) নামে মানহানির নোটিস (Notice)। শ্রীরামপুর থানাতেও অভিযোগ করলেন তৃণমূল সাংসদ (TMC MP) অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) আরামবাগের এই তৃণমূল সাংসদও জড়িত, এই মর্মে তাঁর কিছু সুপারিশপত্র টুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই একই চিঠি সামাজিক মাধ্যমে শেয়ার করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। এতে তাঁর মানহানি হয়েছে বলে মনে করেন তৃনমূল সাংসদ। সেইকারণেই শুক্রবার শ্রীরামপুর থানায় শুভেন্দু অধিকারী এবং তরুণজ্যোতি তিওয়ারির নামে অভিযোগ দায়ের করেন অপরূপা পোদ্দার। পাশাপাশি তাঁদের নোটিস পাঠান তৃণমূল সাংসদ।
এর আগে অপরূপা শুভেন্দুকে তুইতোকারি বলে সম্বোধন করেছিলেন। তিনি বলেছিলেন, সাহস থাকলে টুইট না করে সামনে এসে যা বলার বল। অভিযোগ প্রমাণ করতে না পারলে মামলা করব তোর বিরুদ্ধে। এদিন অবশ্য তৃণমূল সাংসদ শুভেন্দুকে আপনি বলেই সম্বোধন করেন। তিনি বলেন, শুভেন্দু দাদা এবং তরুণজ্যোতি তিওয়ারি দাদা, এবার সম্মানের সঙ্গে বললাম, আপনাদের নোটিস দিলাম। একইসঙ্গে শ্রীরামপুর পুলিশ স্টেশনে অভিযোগও জানালাম। এবার অনুরোধ করছি, আসল কাগজ দেখান। সিবিআই-ইডিকে পাঠান। এবার কোর্টেই দেখা হবে। এর যোগ্য জবাব আপনারা পাবেন।
আরও পড়ুন:Purulia Water Crisis | পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ পুরুলিয়ার কাশীপুরে
অপরূপার আইনজীবী বলেন, আরামবাগের সাংসদের নামে ভুয়ো চিঠি সমাজমাধ্যমে ছড়িয়ে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তরুণজ্যোতি তিওয়ারি। তিনি আরও বলেন, আমার মক্কেল অপরুপা পোদ্দার এই চিঠির সত্যতা সম্পর্কে সন্দিহান। আমরা এটাকে চ্যালেঞ্জ করছি। আমরা দুজকেই মানহানির নোটিস পাঠিয়েছি। ওই দুজন অবিলম্বে ক্ষমা না চাইলে আদালতে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে।