মন্তেশ্বর: মর্মান্তিক ঘটনা বর্ধমানে (Burdwan)। চোখের আড়ালে বাথরুমে খেলা করতে গিয়ে বালতির জলে ডুবে মৃত্যু হল দেয় বছরের এক শিশুর। সোমবার ঘটনাটি ঘটেছে কালনার মন্তেশ্বরের বনপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ওই শিশুর নাম জুয়েনা রাফা খাতুন। ঘটনাস্থলে মন্তেশ্বর থানার পুলিশ (Monteswar Police Station) এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College and Hospital) পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ির কাজে ব্যাস্ত ছিলেন ওই শিশুর মা। সেই সময় মায়ের চোখ আড়াল করে বাথরুমে জল নিয়ে খেলা করতে ঢুকে পড়ে জুয়েনা। সেই সময় বাথরুমে থাকা জল ভর্তি বালতিতে পড়ে যায় শিশুটি। কোনো শব্দ না পেয়ে খেয়াল করেননি কেউই। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ায় জুয়েনার খোঁজ শুরু করে পরিবারের লোকজনেরা। সেই সময় দেখা যায়, বাথরুমের
বালতির মধ্যে মাথা নিচু ও দুইটি পা উপরে করে পড়ে রয়েছে শিশুটি। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে শিশুর আত্মীয়রা। পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কয়েক মিনিট জলভর্তি বালতিতে পড়েছিল শিশুটি। তাই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জুয়েনার। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।