বসিরহাট: বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে দলীয় কার্যালয় বিক্ষোভ বিজেপি নেতাকর্মী সমর্থকদের। অযোগ্য দুর্নীতিবাজ টাকা আত্মসাধের অভিযোগ তুলে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে পথে নামে বিজেপি নেতা কর্মী সমর্থকরা। এদিন টাউনহলে বিজেপির মিছিল করে বসির হাট বিজেপির সাংগঠনিক জেলার মূল কার্যালয় বিক্ষোভ দেখান নেতা, কর্মী, সমর্থকরা। তাঁদের অভিযোগ, বিজেপির সভাপতি তাপস ঘোষ প্রোমোটার চক্রের সঙ্গে যুক্ত পার্টির টাকা নয়-ছয় করে আত্মসাৎ করেছে।
এমনকি তৃণমূলের একটি গোষ্ঠীর সঙ্গে অশুভ আঁতাত করে এই দলটাকে কালিমালিপ্ত করছেন আমরা এই ধরনের বিজেপির সভাপতিকে অপসনে দাবি করছি বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি হাজারী লাল সরকার দীপক দে বলেন, ইতিমধ্যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে বিস্তারিত চিঠি লিখে জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বকেও জানানো হয়েছে, তার জন্য আমাদের প্রতিবাদ বিক্ষোভ বিজেপি দলীয় কার্যালয়ের সামনে হাতে এলাকার প্লাকাড ফেস্টুন ব্যানার নিয়ে বিজেপির সভাপতি চেয়ার দখল করে নেতা কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান।
আরও পড়ুন: মোদির নেতৃত্বে আজ বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক
চোপড়া নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, পঞ্চায়েত ভোট মিটলেও চোপড়ায় তৃণমূল বনাম তৃণমূল। তৃণমূলের বৈঠক চলাকালীন এলোপাথাড়ি গুলিতে জখম কমপক্ষে ১৯ জন। অভিযোগ, বগটুইয়ের মতোই তৃণমূল ব্লক সভাপতির নির্দেশের পর অগ্নিগর্ভ চোপড়ায় অভিযুক্তদের গ্রেফতারিতে তৎপর হয় পুলিশ। এছাড়াও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ ঘিরে ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। জ্বালিয়ে দেওয়া হয় সুজালি গ্রাম পঞ্চায়েত সদস্য তথা চোপড়া বিধায়ক হামিদুল রহমানের অনুগামী বদরুল জামালের বাড়ি। দিবালোকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা বদরুল জামালের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা।
চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানের অভিযোগ, পার্টি অফিস দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ। এদিন ভাঙচুর করা হয় পার্টি অফিসও। এছাড়াও দুই পক্ষের মধ্যে গুলি বোমা ছোড়া হয়। এই দিনের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গুলির খোল। সবমিলিয়ে তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষে ইসলামপুর ব্লক ও চোপড়া বিধানসভার কমলাগাও সুজালি অঞ্চল ফের উত্তপ্ত হয়ে উঠেছে।