skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent Newsটেট পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ সল্টলেকে

টেট পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ সল্টলেকে

Follow Us :

কলকাতা: টেট(TET) পরীক্ষার ফলাফল (Result Out) প্রকাশের দাবিতে সল্টলেক এপিসি ভবনের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের৷ তাঁদের অভিযোগ, পরীক্ষা হয়ে গেছে এক বছর হতে চলল৷ এখনও ফল প্রকাশ করা হয়নি৷ চলতি বছরে দুর্গা পুজোর পরপরই ওই পরীক্ষার ফল প্রকাশ হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন৷ কিন্তু, তারপরও টেট পরীক্ষার ফলফল প্রকাশের বিষয়ে কোনও উচ্চবাচ্য নেই৷  

পরীক্ষার্থীরা জানান, ‘২০১৭ সালে টেট পরীক্ষার ফর্ম ফিলআপ করেছিলেন তাঁরা৷ সব মলিলিয়ে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। রাজ্য সরকারের হস্তক্ষেপে দীর্ঘ ৪ বছর পর ২০২১ সালের ৩১ জানুয়ারি সেই পরীক্ষা হয়। দুর্গা পুজোর পরে ওই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর আশ্বাসকে মান্যতা দিয়েছিল পর্ষদ৷ কিন্তু, তারপর টেট পরীক্ষা নিয়ে আর কোনও সাড়াশব্দ নেই পর্ষদের, অভিযোগ পরীক্ষার্থীদের৷

আরও পড়ুন-করোনায় মৃত মহিলার মোবাইলে দ্বিতীয় ডোজ নেওয়ার এসএমএস

বিক্ষোভকারীদের মধ্যে সুতপা চ্যাজার্টি বলেন, ‘২০১৭ সালে প্রাইমারি পরীক্ষার নোটিফিকেশন হয়৷ আজ,কাল করে ২০১৯ সালের লোকসভা ভোট পেরিয়ে গেলেও পরীক্ষা নেওয়া হয়নি৷ বিক্ষোভ করে, আদলাত ছুটে শেষ পর্যন্ত ২০২১ সালের জানুয়ারিতে পরীক্ষা নেওয়া৷ ভোটের আগে তখন মুখ্যমন্ত্রী, পর্ষদ সভাপতি বলেছিলেন পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে৷ কিন্তু, কোনও প্রতিশ্রুতি রাখা হল না৷ বাধ্য হয়ে পথে নামলাম আমরা৷ ওই পরীক্ষার্থীর আরও অভিযোগ, প্রাইমারি,আপার প্রাইমারি কোনও ক্ষেত্রেই ঠিক মতো নিয়োগ করা হচ্ছে না৷  

 

RELATED ARTICLES

Most Popular