Tuesday, August 5, 2025
Homeবিনোদনগোল্ডেন সিক্স ইয়ার্স

গোল্ডেন সিক্স ইয়ার্স

Follow Us :

 

ছয়বছর আগে সিনেপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল।’কাটাপ্পা কেন খুন করল বাহুবলীকে?’এতক্ষণে নিশ্চয় বুঝে গিয়েছেন কোন ছবির কথা বলছি? হ্যাঁ,ঠিক ধরেছেন বাহুবলী। দেখতে দেখতে ৬ বছরে পা দিল এস এস রাজামৌলির এই এপিক ফিল্ম।২০১৫ সালের আজকের দিনে,অর্থাৎ ১০জুলাই গোটা দেশে হইহই করে মুক্তি পেয়েছিল বাহুবলী।তারপর বাকিটা ইতিহাস।

মুক্তির প্রথম সপ্তাহেই বক্সঅফিসে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল ছবি। ১৮০কোটির বাহুবলীর বক্সঅফিস কালেকশন ৬৫০কোটিরও বেশি।আর বাহুবলীর প্রসঙ্গে উঠলে যাঁর কথা না বললেই নয়,তিনি দক্ষিণী অভিনেতা প্রভাস।এই একটা ছবির জন্যই দক্ষিণী তারকা থেকে রাতারাতি দেশের অন্যতম সুপারস্টার হয়ে উঠলেন প্রভাস।

ভারতীয় ছবি যে মোটেও ফেলনা নয়,সেও পাল্লা দিতে পারে হলিউডের সঙ্গে সেই সাহস দিল এস এস রাজামৌলির বাহুবলী।ছবির মারকাটারি ভিস্যুয়াল এফেক্টস্ এবং মেকিং কিন্তু সেকথা বারবার বেশ বুঝিয়ে দিয়েছে।ভিস্যুয়াল এফেক্টসের কারিগরিতে বিপ্লব তৈরি করেছিল বাহুবলী,এইকথা বললে হয়তো মোটেও বাড়াবাড়ি হয়ে যাবে না।

আজ থেকে কুড়ি বছর পরও বক্সঅফিসে সফল ভারতীয় ছবি নিয়ে আলোচনা শুরু করলে বাহুবলীর প্রসঙ্গ উঠে আসবেই।ফিরে আসি শুরুর কথায়।কাটাপ্পা কেন খুন করল বাহুবলীকে।সেই উত্তর বাহুবলী মুক্তির দুই বছর পর বাহুবলী দ্য কনক্লুশন মুক্তির পরই পেয়েছিলেন দর্শকর।বাহুবলী ২ মানে আর এক অন্য ইতিহাস।সেই নিয়ে আলোচনা না হয় অন্যদিন করা যাবে।আজ আপাতত এটুকুই।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39