ওয়েব ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্রে বিজয় দেবড়কোন্ডা(Vijay Deverakonda) একজন যথেষ্ট জনপ্রিয় নায়ক। বিভিন্ন বিগ বাজেটের ছবিতে কাজ করে তিনি যেমন সংবাদের শিরোনামে উঠে আসেন তেমনি ‘পুষ্পা'(Pushpa)-খ্যাত রশ্মিকা মান্দানার(Rasmika Mandana) সঙ্গে প্রেমের সম্পর্কে(Relationship) থাকার সুবাদেও তাকে সংবাদের শিরোনামে দেখা যায়। তাদের সম্পর্ক নিয়ে জল্পনা তারকা জুটি ইতি মধ্যেই সিলমোহর দিয়েছেন।
আরও পড়ুন:মঞ্চে পারফর্ম করার সময় জেনিফার লোপেজের স্কার্ট খুলে গেল! বললেন ‘আমার অন্তর্বাস…’!
বিজয় দেবড়কোন্ডা পরপর সফল ছবি করে এখন আবার সংবাদে উঠে এসেছেন। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বিজয় অভিনীত ছবি ‘কিংডম’ (Kingdom)। ছবি মুক্তির আগে সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর(Music director Anirudh Ravichander) যিনি বলেছেন যে গৌতম তিন্নানুরির(Gautam Tinnanuri directorial) পরিচালনায় ‘কিংডম’ মুক্তি পাবার পর এই ছবি অভিনেতা বিজয়ের জীবনে এক মাইলস্টোন(Milestone) হতে চলেছে। অভিনেতা নিজেও এই ছবির সাফল্য প্রত্যাশা করেছেন।
বিজয় দেবড়কোন্ডা বলেছেন, আমি অনেক দিন ধরে চেয়েছিলাম অনিরুদ্ধ আমার ছবির গান তৈরি করুন এতদিনে সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ৩১ জুলাই। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। বিশেষত ট্রেলর মুক্তি পর এই উন্মাদনা যথেষ্ট বেড়েছে। সোমবার হায়দ্রাবাদে হাজার হাজার ভক্তের ভিড়ে এই ছবির গানের লাইফ পারফরম্যান্স হয়। সেখানকার মঞ্চে দাঁড়িয়ে বিজয় দেওয়ার কোনটা ভক্তদেরকে উদ্দেশ্য করে বলেন, একটু ভয় ভয় লাগছে তবে এটাও বারবার মনে হচ্ছে যে একটা ভালো ছবি তৈরি হয়েছে। ভক্তরা সবসময় আমার কাছে ভগবান। ছবি হিট কিংবা ফ্লপ। আপনারা আমাকে নিজের করে নিয়েছেন। যে সাফল্যের জন্য আপনার অপেক্ষা করে আছেন কিংডম সেই সাফল্য নিয়ে আসবে।
দেখুন অন্য খবর: