ওয়েব ডেস্ক: পাকিস্তানের(Pakistan) জনপ্রিয় মডেল-অভিনেত্রী আলিজে শাহ(Model-Actress Alizeh Shah)র ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ফাঁস হওয়ায় বিতর্কের মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে শুয়ে রয়েছেন ২৫ বছরের আলিজে, তার কাঁধের উপরে এক টুকরো খাবার। রহস্যময় এক ব্যক্তির হাত সেখানে দেখা যাচ্ছে যে কাঁটা চামচ দিয়ে খাবারের অংশটি তুলে আলিজেকে খাওয়াতে চাইছেন। আর তাতেই হাসিতে ফেটে পড়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন:বাংলা ছবির পাশে এবার হল মালিকরা, ধন্যবাদ জানালেন দেব!

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকেও এক পাক tiktok তারকা মিনাহিল মালিকে(Minahil Malik)র অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছিল। মিনাহিল নতুন করে ট্রেন্ডিং এ আসেন। তিনি ও তার প্রেমিকের ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়া ভাষার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন পাকিস্তানি এই তারকা। বন্ধ ঘরে দম্পতির যৌনতা মাখা তৃপ্তি সোশ্যাল মিডিয়া জুড়ে যথেষ্ট আলোড়ন তুলেছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকে অবশ্য এটিকে একটি রচনা মূলক স্থান বলে অভিহিত করেছিলেন। তিনি নাকি ভাইরাল হতেই এই ধরনের ঘৃণ্য কাজ করেছেন।


এবার আর এক পাকিস্তানি অভিনেত্রী আলিজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়ার পর বিতর্কের মুখে পড়েছেন তিনি। একসময় পাক টেলিভিশনে ‘এদ এ ওয়াফা’ সিরিয়ালে(Ehd-e-Wafa serial) দুয়া চরিত্রে যে নিষ্পাপ আলিজেকে তার ভক্ত অনুরাগীরা দেখেছিলেন তাকে এমন অবস্থায় দেখে তার ভক্তরা হতবাক।
সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানান মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। কেউ লিখছেন, ‘নিজেকে ভাইরাল করার জন্য নতুন কৌশল হতে পারে!’ অনেকেই আবার এটিকে ‘নোংরা’ কাজগুলো মন্তব্য করেছেন। নেটিজেনদের দাবি ওই রহস্যময় ব্যক্তিটি আলিজের প্রেমিক।


তন্বী ২৫ বছরের আলিজে এই প্রথম বিতর্কে জানালেন তা নয়! তার বিতর্কিত কর্মকাণ্ডে এটি একটি নতুন সংযোজন। এর আগেও সাহসী পোশাক ও স্পষ্টবাদী ব্যক্তিত্বের কারণে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে।
চলতি বছরের শুরুতে সমালোচনার মুখে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত নেন আলিজে। ইনস্টাগ্রাম থেকে নিজের পোস্টগুলো মুছে লেখেন—“আমি এই মাধ্যমটি ছেড়ে দিচ্ছি। এটি নরকের চেয়েও খারাপ।”
বেশ কিছু জনপ্রিয় টিভি ধারাবাহিক উপহার দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন আলিজে। ২০১৯ সালে ‘সুপারস্টার’ সিনেমার মাধ্যমে পাকিস্তানি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। কয়েকটি গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে এই অভিনেত্রীকে

দেখুন অন্য খবর:

 

 

View this post on Instagram

 

A post shared by MM News (@mmnewsdottv)