এবার রাবণ চরিত্রে অভিনয় করবেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ। তিনি নাকি এই চরিত্রের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করেছেন। পরিচালক নীতেশ তেওয়ারির ‘রামায়ণ’ শিরোনামের বড় বাজেটের ছবিতে বেশ কয়েকজন তারকাকে দেখা যাবে। সংবাদে প্রকাশ রামায়ণ ছবিতে রাম চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। সীতা চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। এখানে রাবণ চরিত্রে সুপারস্টার যশকে অভিনয় করতে দেখা যেতে পারে। একসময় সোনা গিয়েছিল সীতা চরিত্রে অভিনয়ের জন্য রেন্ডি র কাপুরের স্ত্রী আলিয়া ভাটকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে ‘রামায়ণ’ ছবির শুটিং শুরু হওয়ার কথা।
যশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কেজিএফ ২’। গত বছর ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল এই ছবি। প্রশান্ত নীল পরিচালিত এই ছবি বক্স অফিসে যথেষ্ট সফল হয়েছিল। ১০০০ কোটি টাকার বেশি আয করেছে ।
আরও পড়ুন: পুজোর মধ্যে দুর্গার সাজে রাজপথে সৌমিতৃষা!
‘রামায়ন’ ছবিতে রাবনের চরিত্রে অভিনয় করার জন্য দক্ষিণী সুপারস্টার যশ পারিশ্রমিক চেয়েছেন ১৫০ কোটি টাকা। অথচ ‘কেজিএফ ২’ ছবিতে অভিনয় করার জন্য যশ ৩০ কোটি টাকা নাকি পারিশ্রমিক নিয়েছিলেন। শোনা যাচ্ছে রণবীর কিংবা সাই পল্লবীর সঙ্গে চুক্তি চূড়ান্ত না হলেও রাবণ চরিত্রে যাসকে নাকি ইতিমধ্যেই চুক্তিবদ্ধ করিয়েছেন পরিচালক নীতেশ। প্রথম দিকে নাকি যশ চরিত্রটি করতে রাজি ছিলেন না। এই ছবির লুক নিয়ে যথেষ্ট সচেতন অভিনেতা। ‘কেজিএফ’ ছবির চরিত্র থেকে একেবারে অন্য ধরনের লুকে দর্শকদের সামনে আসতে চান অভিনেতা। লুক এবং শরীরচর্চায় যথেষ্ট মনোননিবেশ করেছেন যশ।
জানা যাচ্ছে ক্লাইম্যাক্স এ ভরপুর চিত্রনাট্য এবং দুর্দান্ত ভিএফএক্স এর ছবি হতে চলেছে রামায়ণ। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির
প্রি-প্রোডাকশনের কাজ। ২০২৫ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
প্রভাস অভিনীত বহুল আলোচিত সাম্প্রতিক ছবি ‘আদিপুরুষ’ রামায়ণ অবলম্বনে তৈরি করেছিলেন পরিচালক ওম রাউত। যদিও ছবিটি মুক্তির পর বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল।