Sunday, August 3, 2025
HomeবিনোদনDiwali Bolly Stars Anushka: বলি-তারকাদের দিওয়ালির শুভেচ্ছা,জোড়া সেলিব্রেশনে কলকাতায় অনুষ্কার পার্টি

Diwali Bolly Stars Anushka: বলি-তারকাদের দিওয়ালির শুভেচ্ছা,জোড়া সেলিব্রেশনে কলকাতায় অনুষ্কার পার্টি

Follow Us :

বছর দুয়েক সত্যি সত্যি উৎসবের আনন্দ কেড়ে নিয়েছিল করোনা মহামারী। বহুদিন পর আলোর উৎসবে মেতে উঠল গোটা দেশ। পিছিয়ে ছিল না বলিউড তারকারাও। আমজনতার মত তারা পালন করছে দিওয়ালি উৎসব। এমনকি সেলিব্রিটিরা 
প্রিদিওয়ালি পার্টিও করেছে। একইসঙ্গে ভক্তদের উদ্দেশে দীপাবলীর(Diwali) শুভেচ্ছা বার্তা(Good Wishes) জানিয়েছেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় বলিউডের বিগ-বি অর্থাৎ অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) থেকে শুরু করে দক্ষিণী তারকা আর মাধবন এমনকি বর্তমান প্রজন্মের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর থেকে শুরু করে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra) প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

আরো পড়ুন: Pushpa2 Allu Arjun Jishu: আল্লুর মুখোমুখি টলিউড হিরো!

বিগ বি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘এ বছরটা আপনার জন্য সুস্বাস্থ্য সুখ এবং প্রচুর ভালোবাসা নিয়ে আসুক। সবার জন্যই নিরাপদ ও আনন্দময় দীপাবলীর শুভেচ্ছা’। বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী দেওয়ালির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকলকে। তুই যে তিনি লিখেছেন এই দিনটি আপনার সমস্ত দুঃখ দূর করে জীবনে পূর্ণ সুখ নিয়ে আসুক। সকলকে সমৃদ্ধি ও শুভ দেওয়ালির শুভেচ্ছা’।
দারুন আকর্ষণীয় পোশাক পরে দেওয়ালির উষ্ণ অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর(Jahnavi Kapoor)। সঙ্গে শুধু লিখেছেন ‘শুভ দীপাবলি'(Subha Dipawali)। আর এক জনপ্রিয় এই প্রজন্মের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর লিখেছেন যে শুভ দেওয়ালি কী বছরে তিনবার আসতে পারে না?
বলিউড ও দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আর মধবান টুইট করে লিখেছেন, ‘প্রত্যেককে খুশির দীপাবলি ও আসন্ন উৎসবের শুভেচ্ছা জানাই। ঈশ্বর সকলকে ভালবাসা,আশীর্বাদ,শান্তি ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুন।
শুধু আমেরিকায় বসে ভক্তদের দেওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। লিখেছেন ‘শুভ দীপাবলি সবাইকে। সবার জন্য শান্তি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি’।

আরো পড়ুন: Diwali Party Bollywood Stars: দিওয়ালি পার্টিতে নজর কাড়া বিগ-বির পাঞ্জাবি,কৃতির লেহেঙ্গা

অন্যদিকে কলকাতায় ‘চাকদা এক্সপ্রেস'(Chakda Express) ছবির শুটিং করতে আসা বিরাটপত্নী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) দেওয়ালির এক বিশেষ পার্টির(Diwali Party) আয়োজন করেছিলেন। ভারত-পাক ম্যাচে দেশকে বিরাটের দুর্দান্ত পারফরম্যান্স জয়ী হতে সাহায্য করেছে। তাই আলোর উৎসবে মেটে ছিলেন অনুষ্কাও। আমন্ত্রণ থাকা সত্ত্বেও পার্টিতে উপস্থিত থাকতে পারেননি রিয়েল লাইফের ‘চাকদা এক্সপ্রেস’ ঝুলন গোস্বামী(Jhulan Goswami)। শহরে ছিলেন না তিনি। কলকাতার হোটেলে স্বামী বিরাটের সাফল্য এবং দীপাবলীর আনন্দ একসঙ্গে উপভোগ করছিলেন অনুষ্কা। সবুজ নেটের শাড়ি এবং ভারি জাঙ্ক জুয়েলারিতে পার্টিতে সেজেছিলেন পর্দার ‘ঝুলন’। রবিবার অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে স্বামী বিরাট কোহলির অসাধারণ ইনিংস তাঁর চেহারায় আরো উজ্জ্বল এনে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি তিনি পোস্ট করেছেন। ছোট্ট ভামিকাকে নিয়ে তিনি বেশ কিছুদিন কলকাতায় এবং আশপাশে ছবির শুটিং করছেন। কিন্তু সোমবার ছিল ছুটির দিন। এদিন তিনি হোটেলেই পার্টি দিয়েছিলেন। পার্টিতে ঝুলন গোস্বামীর বায়োপিকের কলাকুশলীদের সঙ্গে আনন্দ করে কাটিয়েছেন দিনটা। হোটেলের পুলসাইডেই হয়েছিল অনুষ্কার পার্টি। এ যেন শুধু দীপাবলীর পার্টি নয় একইসঙ্গে উদযাপন হয়েছিল বিরাটের সাফল্য আর ভারতের জয়। স্বামীর দুরন্ত খেলা ও ভারতের জয় একই সঙ্গে সেলিব্রেট করলেন বলিউড নায়িকা অন্যদের সঙ্গে। পানীয় থেকে শুরু করে কলকাতার মিষ্টি ও জমজমাট খাবারের আয়োজন ছিল পার্টিতে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39