১৬ ডিসেম্বর বড়পর্দায় আসছে অবতার এর সিক্যুয়েল।ছবির নাম অবতার দ্য ওয়ে অফ ওয়াটার।গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও মুক্তি পাবে জেমস ক্যামেরন পরিচালিত এই ছবি।এদেশে হিন্দি ছাড়াও সবকটি দক্ষিণী ভাষায় মুক্তি পাবে অবতার ২।বেশ কয়েকমাস আগে মুক্তি পেয়েছিল ছবির ইংরেজি ট্রেলার।এবার প্রকাশ্যে এল অবতার দ্য ওয়ে অফ ওয়াটার ছবির হিন্দি ট্রেলার।পাশাপাশি দক্ষিণী আঞ্চলিক ভাষার ট্রেলারও মুক্তি পেয়েছে সম্প্রতি।আসুন একবার দেখে নি কেমন হতে চলেছে নতুন অবতার।
২০০৯ সালের ১৮ডিসেম্বর,ডিসেম্বরের শীতেই মুক্তি পেয়েছিল টাইটানিক খ্যাত পরিচালক জেমস ক্যামেরনের ছবি অবতার।মুক্তির পর বাকিটা ইতিহাস।যে ছবি দেখে স্তম্ভিত হয়েছিলেন গোটা বিশ্বের সিনেপ্রেমীরা।সায়েন্স ফিকশন ছবির গল্প থেকে থ্রিডি এফেক্টস সবকিছুতেই আজও সর্বকালের অন্যতম সেরা ছবি নিয়ে আলোচনা করলে উঠে আসবে জেমস ক্যামেরনের ছবি অবতার-এর প্রসঙ্গ।২০০৯ এর পর কেটে গিয়েছে আরও প্রায় ১৩টা বছর।মুক্তি পাচ্ছে অবতার এর সিক্যুয়েল অবতার দ্য ওয়ে অফ ওয়াটার।
প্রথম ছবির সাফল্যের জন্যই অবতার ২ ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে চরম আগ্রহ।ভারতীয় সিনেপ্রেমীরাও বহুদিন ধরেই অপেক্ষা করছেন এই ছবির জন্য।যে কারণে,হিন্দির পাশাপাশি একাধিক দক্ষিণী ভাষাতেও ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স।শেষ পর্যন্ত,১৬ডিসেম্বর পর্দায় আসছে অবতার দ্য ওয়ে অফ ওয়াটার।তবে শুধুমাত্র থ্রিডি ও আইম্যাক্স থিয়েটারেই ছবি দেখার সুযোগ পাবেন দর্শক।