বক্সঅফিসে রীতিমতো দাপট দেখাচ্ছে অজয় দেবগণ অভিনীত নতুন ছবি দৃশ্যম ২। ছবি নিয়ে সিনেপ্রেমীমহলে জল্পনা রয়েছে তুঙ্গে।আর এরই মাঝে ভক্তদের জন্য দারুণ খবর দিলেন বলিউডের সিংহম।সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে অজয় জানিয়েছেন,মঙ্গলবারই মুক্তি পাচ্ছে তাঁর আগামী ছবি ভোলা-র টিজার।২০১৯এর বক্সঅফিস কাঁপানো তামিল ছবি কাইথি-র হিন্দির রিমেক ফিল্ম ভোলা।যে ছবিতে অজয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তাঁর বহু ছবির নায়িকা তব্বু।নাম ভূমিকায় অভিনয় করার পাশাপাশি ছবিটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন অজয় দেবগণ।চলতি বছরেই মুক্তি পেয়েছে বলিউড তারকার ছবি রানওয়ে ৩৪।তবে বক্সঅফিসে মোটেও সাফল্য পায়নি অজয় দেবগণ পরিচালিত এই ছবি।অবশ্য সেই ব্যর্থতাকে মাথায় না রেখে তামিল ছবি কাইথি-র হিন্দি রিমেক ভোলা-র হাত ধরে পরিচালক হিসেবে সাফল্য পেতে মরিয়া অজয়।
আরও পড়ুন –Alia Bhatt : প্রকাশ্যে আনতে হবে মেয়ের ছবি,আলিয়ার কাছে আবদার নেটদুনিয়ার
ছবিটি একটি দুর্দান্ত অ্যাকশন থ্রিলার বলেই জানা যাচ্ছে।কয়েকমাস আগেই ভোলা-র শ্যুটিং শেষ করেছেন অজয় ও তব্বু।পুরোদমে চলছে ছবির পোস্ট প্রোডাকশনও।এরই মাঝে মিলল বড় চমক।সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে অভিনেতা-পরিচালক জানিয়েছেন,মঙ্গলবারই আসছে ভোলা-র টিজার।আগামী বছর ৩০মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ছবি।
আরও পড়ুন – Govinda Naam Mera-Karan Johar : করণের নতুন ট্রেন্ড
View this post on Instagram