হায়দারাবাদ : অবশেষে পুষ্পা- দ্য রুল(Pushpa The Rule)-এর শ্যুটিং শুরু করতে চলেছেন অল্লু অর্জুন(Allu Arjun)।সদ্যই রাশিয়ায় মুক্তি পেয়েছে দক্ষিণী তারকার বক্সঅফিস কাঁপানো ছবি পুষ্পা দ্য রাইজ(Pushpa-The Rise)।ছবির প্রচারের জন্য রাশিয়া গিয়েছিলেন অল্লু অর্জুন।ভারতের মতো বিদেশেও দর্শকের মন জয় করেছে পুষ্পা-দ্য রাইস।শোনা যাচ্ছে, সদ্যই নাকি ছবির প্রচার সেরে রাশিয়া থেকে হায়দরাবাদ ফিরেছেন অল্লু অর্জুন,এবং দেশে ফিরেই শুরু করে দিয়েছেন পুষ্পা পার্ট ২(Pushpa Part 2)-র শ্যুটিং শুরুর তোড়জোড়।সবকিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই ছবির শ্যুটিংয়ে যোগ দেবেন অল্লু অর্জুন।করোনাকালের পরে পুষ্পা-র হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বড়পর্দার ছবি।ছবিতে অল্লু ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, ফারহাদ ফাসিল(Rashmika Mandanna,Farhad Fasil) ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু অভিনেতা অভিনেত্রী।প্রথম ছবিতেই যে পুষ্পা-র কাহিনি শেষ হচ্ছে না তা পুষ্পা-দ্য রাইস-এর শেষেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক সুকুমার(Sukumar)।তারপর থেকেই ছবির দ্বিতীয় পর্ব পুষ্পা-দ্য রুল-এর অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।
বহুদিন হয়ে গেল মিটে গিয়েছে ছবির শুভ মহরৎ।পুষ্পা ২-র বেশ কিছুটা শ্যুটিংও সেরে ফেলেছেন পরিচালক।তবে এতদিন শ্যুটিংয়ে যোগ দেননি রূপোলি পর্দার পুষ্পা ওরফে অল্লু অর্জুন।তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবারই নাকি হায়দারাবাদে পুষ্পা-দ্য রুল-এর শ্যুটিং শুরু করবেন তেলুগু তারকা।প্রথম ছবির মতো পুষ্পা-র দ্বিতীয় পর্বেও অল্লুর বিপরীতে থাকছেন রশ্মিকা মান্দানা।গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফারহাদ ফাসিলকেও।২০২৪সালে বড়পর্দায় আসছে পুষ্পা-দ্য রুল।