টলিউডে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার(Rafiath Rashid Mithila) অভিষেক হল ‘মায়া'(Mayaa) ছবির হাত ধরে। আর এই ছবির জন্যই মিথিলার হাতে উঠে এলো শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার(Best Award for Side Charector)।
সম্প্রতি তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে হায়দ্রাবাদে(Telengana Bengali Film Festival,Hydrabad)। গত ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হায়দরাবাদের প্রসাদ প্রিভিউ হলে বসেছিল তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আসর। ১১ ডিসেম্বর মিথিলার হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। সাথে তিনি পেয়েছেন মৈত্রী অ্যাওয়ার্ডও। অভিনয়ের জন্য এদেশে এটাই মিথিলার প্রথম পুরস্কার। পুরস্কার পাওয়ার সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন মিথিলা। প্রসঙ্গত, শুধু পুরস্কার পাওয়াই নয়। এই চলচ্চিত্র উৎসবে ‘মায়া’ ছবিটি দেখানোও হয়। তবে এই ছবিটি এখনো মুক্তি পায়নি।
আরো পড়ুন: Pathan Remuneration Controversy: ‘পাঠান’ এ শাহরুখ-দীপিকার পারিশ্রমিক শুনলে চমকে যাবেন
জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই এই ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবি প্রসঙ্গে মিথিলা জানান, “এই ছবিটা ম্যাকবেথের অনুসরণে তৈরি। গল্পটা নারীর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে। এই কারণেই নাম রাখা হয়েছে মায়া। মায়া হল সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মহিলা। যাঁর জীবনে অসংখ্য প্রতিকূলতা। তবে কখনো মাথা নত করেনি সে। গল্পে একটা সময় দেখা যায়, ১৭-১৮ বছরের বয়সের মায়াকে, এরপর আবার ৩০ বছর বয়সে গিয়ে মায়াকে দেখা যায়, পরে আবারও যখন তাঁকে দেখা গেল, সেটা তাঁর পরিণত বয়স, ৫০-এর আশেপাশে। ছবিতে বিভিন্ন সময় মায়াকে বিভিন্ন ভাবে দেখা যায়।”