মুম্বই : পরিচালক হোমি আদাজানিয়ার(Homi Adajania) হাত ধরে ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী ডিম্পল কপাডিয়া(Dimple Kapadia)।আগামী ৫মে একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে আসছে ডিম্পলের ডেবিউ সিরিজ সাস বহু অউর ফ্লেমিংগো(Saas Bahu Aur Flamingo)।সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজের ফার্স্ট লুক(First Look)।ডিম্পলের সঙ্গে হোমি আদাজানিয়ার সুসম্পর্ক নতুন কিছু নয়।পরিচালকের প্রথম ছবি বিং সাইরাস(Being Cyrus)-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন বলিউডের ববি(Bobby)।পরবর্তীকালেও ককটেল থেকে ফাইন্ডিং ফানি(Cocktail,Finding Fanny) ছবিতে কাস্ট করার সময় ডিম্পলের কথা সবসময় মাথায় রেখেছিলেন হোমি।এবার পরিচালকের প্রথম ওয়েব সিরিজ সাস বহু অউর ফ্লেমিংগো তেও প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে।পাশাপাশি সিরিজে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ,দীপক ডোবরিয়াল,রাধিকা মদন,ইশা তলওয়ার(Naseeruddin Shah,Deepak Dobriyal,Radhika Madan,Isha Talwar) ছাড়াও আরও অনেকেই।খুব শীঘ্রই মুক্তি পাবে ওয়েব সিরিজ সাস বহু অউর ফ্লেমিংগো-র ট্রেলার।
প্রসঙ্গত,সম্প্রতি শাহরুখ খান অভিনীত পাঠান ছবিতে ইন্ডিয়ান এজেন্ট নন্দিনী গ্রেওয়ালের চরিত্রে নজর কেড়েছেন ডিম্পল কপাডিয়া।পাশাপাশি রণবীর ও শ্রদ্ধার রোম্যান্টিক কমেডি ফিল্ম ম্যায় ঝুটি তু মক্কার-এও দেখা গিয়েছে বলিউডের ববি খ্যাত নায়িকাকে।মুক্তির অপেক্ষায় রয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর একঝাঁক ছবি যার মধ্যে অন্যতম হতে চলেছে শাহিদ কাপুর ও কৃতি স্যানন অভিনীত আনটাইটেড ফিল্ম।অক্টোবরে যে ছবি মুক্তি পাবে বড়পর্দায়।অবশ্য আপাতত ওটিটিতেই নজর কাড়বেন ডিম্পল।আগামী ৫মে ওটিটিতে আসছে ডিম্পলের প্রথম ওয়েব সিরিজ সাস বহু অউর ফ্লেমিংগো।
View this post on Instagram