Tuesday, August 12, 2025
HomeবিনোদনKisi Ka Bhai Kisi Ki Jaan | Salman Khan | Farhad Samji...

Kisi Ka Bhai Kisi Ki Jaan | Salman Khan | Farhad Samji | আত্মবিশ্বাসী ফরহাদ

Follow Us :

মুম্বই : শুক্রবার বড়পর্দায় মুক্তি পাচ্ছে সলমন খানের নতুন ছবি কিসি কা ভাই কিসি কা জান(Kisi Ka Bhai Kisi Ki Jaan)।মুক্তির আগে ছবির সাফল্য নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল পরিচালক ফরহাদ সামজির(Farhad Samji) গলায়।সদ্যই ছবির প্রচারে এসে ফরহাদ জানিয়েছেন,কিসি কা ভাই কিসি কা জান তাঁর কেরিয়ারের অন্যতম বড় ফিল্ম।কারণ,ছবিতে অভিনয় করছেন সলমন খান ও ভেঙ্কটেশ দগ্গুবতীর(Salman Khan & Venkatesh Daggubati) মতো দুই সুপারস্টার।বচ্চন পাণ্ডে(Bachchan Pandey)-র ব্যর্থতার পর ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি।অবশ্য সেই নিয়ে একটু টেনশনে নেই ফরহাদ সামজি।বরং বিন্দাস মুডে পরিচালক দাবি করছেন,বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করবে কিসি কা ভাই কিসি কি জান। ছবিটি সলমন,ভেঙ্কটেশ সহ ছবির সমস্ত তারকা ও কলাকুশলীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৈরি করেছেন পরিচালক।তবে কিসি কা ভাই কিসি কি জান নির্মাণের সমস্ত কৃতিত্ব সলমন খানকেই দিচ্ছেন ফরহাদ সামজি।

শ্যুটিং টু এডিট, ছবিটি তৈরির শুরু থেকে সব সময় ফরহাদের পাশে দাঁড়িয়েছেন ভাইজান।জোর চর্চা শোনা যাচ্ছে,সলমনের নতুন ছবি আদপে তামিল ফিল্ম ভিরাম-এর হিন্দি রিমেক।যদিও এই ছবিকে রিমেক মানতে নারাজ ফরহাদ। পরিচালকের মতে,মোটেও এই ছবি ভিরাম-এর রিমেক নয়,বরং তামিল ছবিটির গল্পের অনুপ্রেরণা তৈরি হয়েছে কিসি কা ভাই কিসি কি জান।

RELATED ARTICLES

Most Popular