চেন্নাই : লিও(Leo)-র পর সুপারস্টার বিজয় তলপতির(Vijay Thalapathy) পরবর্তী ছবি তলপতি ৬৮(Thalapathy 68) নিয়ে সরগরম গোটা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি(South Indian Film Industry)।কোন পরিচালকের(Director) সঙ্গে জুটি বাঁধছেন বিজয়,সেটাই এখন ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন।জল্পনায় ভাসছে একঝাঁক পরিচালকের নাম,যাঁদের মধ্যে রয়েছেন তলপতির অন্যতম প্রিয় পরিচালক অ্যাটলি কুমারও(Atlee Kumar)।তবে জওয়ান-এর পরিচালকের ছবিতে এখনই অভিনয় করবেন না বিজয়।সূত্রের খবর,তামিল সুপারস্টারের ৬৮তম ছবির পরিচালনা করবেন দক্ষিণী পরিচালক ভেঙ্কট প্রভু।সদ্যই সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে পরিচালকের সঙ্গে বিজয়ের একটি ছবি।তারপর থেকেই জোর চর্চা শুরু হয়েছে কাস্টডি-র ব্যর্থতার পর এবার নতুন ছবি তৈরি করতে চলেছেন ভেঙ্কট প্রভু।যে ছবির মুখ্যচরিত্রে অভিনয় করবেন বিজয় তলপতি।সূত্রের খবর,আগামী ছবির গল্প ছোট করে বিজয়কে শুনিয়েছেন ভেঙ্কট।যা শুনে নাকি দারুণ মুগ্ধ হয়ে গিয়েছেন তামিল তারকা।
বর্তমানে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক ভেঙ্কট প্রভু।এবং,কিছুদিনের মধ্যেই হতে চলেছে ছবির আনুষ্ঠানিক ঘোষণা।ভেঙ্কট ও বিজয়ের ডবল ভিক্টরির দাপটে বক্সঅফিসে যে ঝড় তুলবে নতুন ছবি, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।