ওয়েব ডেস্ক: বিজয়ের ‘কিংডম’। দক্ষিণী সুপারস্টার(Superstar) বিজয় দেবরকোন্ডার( Vijay Deverakonda) আগামী ছবি ‘কিংডম'(Kingdom) মুক্তির আগে তার ৭৫ ফুটের কাটআউট(75 Foot Cutout) হায়দ্রাবাদ শহরকে চমকে দিয়েছে। শহরের ‘সুদর্শন’ থিয়েটারের সামনে ঠিক ঠিক করছে ভিড়। খালি গায়ে পেশি ফুলিয়ে গলায় লম্বা মালা পরে দাঁড়িয়ে রয়েছে সুপারস্টার বিজয়ের কাটাআউট। তার এক হাতে পিস্তল। লড়াকু ৭৫ ফুটের বিজয় এখন শহর মাতাচ্ছে। আর সেদিকে চোখ রাখতে গিয়ে রাস্তায় ট্র্যাফিক জ্যাম(Traffic Jam)। সেই জ্যাম সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। ‘কিংডম’ মুক্তির আগেই বিজয়ের অনুরাগীরা এভাবেই বড় চমক দিল।
আরও পড়ুন:‘কনে দেখা আলো’র প্রোমো প্রকাশ্যে আসতেই ‘গরীবের লাপাতা লেডিস’ বলে ট্রোলড
আজ ৩১ শে জুলাই মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুপারস্টার বিজয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘কিংডম’। ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে ছবি র ট্রেলার। এমনকি সেন্সর রিভিউতেও এই ছবিকে ‘ব্লকবাস্টার'(Biockbuster) তকমা দেওয়া হয়েছে। এবার সেই ছবি আজ আসতে চলেছে দর্শকদের দরবারে। অগ্রিম বুকিংও রেকর্ড করেছে। কুড়ি হাজারেরও বেশি প্রিমিয়াম টিকিট বিক্রি হয়েছে অন্যদিকে এক লাখ ৩৪ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
অ্যাকশন থেকে রোমান্স এমনকি কমেডিতেও যথেষ্ট সাবলীল বিজয় দেবরকোণ্ডা। তিনি বলিউডেও নজর কেড়েছেন। ছবির পরিচালক গৌতম তিন্নানুড়ি(Gowtham Tinnanuri) এই ছবিতে ‘বিজয় রথ’ নিয়ে যথেষ্ট আশাবাদী।
‘কিংডম’ চর্চার মধ্যেই চলচ্চিত্র সমীক্ষকদের একাংশ বলছেন বিজয়ের এই ছবি তাঁর জীবনের ‘মাইলফলক'(Milestone) হতে চলেছে। ভারতবর্ষ পেরিয়ে সাত সমুদ্র পাড়েও নাকি ইতিমধ্যে ‘কিংডম’ ঝড় তুলেছে।
প্রসঙ্গত, একই দিনে বলিউড অভিনেতা ববি দেওয়ালের ছবি ‘হরি হরা ভিরা’ মুক্তি পাচ্ছে! ‘কিংডম’ ছবির অগ্রিম বুকিং এর আশপাশেও যেতে পারেনি ববির এই ছবি।
দেখুন অন্য খবর: