ওয়েব ডেস্ক: স্পেশ্যাল স্ক্রিনিং হল ইন্দ্রদীপ দাশগুপ্তের (indraadip Dashgupta) সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবির ‘গৃহপ্রবেশ’-এর (Griha Pravesh)। ছবিটি মুক্তি পেয়েছে ২৫ দিন হল। বাংলার মানুষ হল ভরিয়ে দেখছেন এবং এই সাফল্য উদযাপন করতেই হল বিশেষ স্ক্রিনিং। বাংলার সিনে জগতের তারকা এবং অন্যান্য বৃত্তের খ্যাতনামা ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই সেই সন্ধ্যা স্মরণীয় হয়ে উঠল। এই স্ক্রিনিং আয়োজন করেছিল উওম্যান টাইমস সংস্থা।
গৃহপ্রবেশ ছবির কলাকুশলীরা তো এসেছিলেনই। ১০ জুলাইয়ের সন্ধ্যার জৌলুস আরও বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। ওই বিশেষ সন্ধ্যায় লাল কার্পেটে পা রাখলেন শাশ্বত চট্টোপাধ্যায়, জয়া আহসান, রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, বিক্রম ঘোষ, কোয়েল মল্লিক, জয়তী চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ।
আরও পড়ুন: মারা গেলেন থিয়েটারের অন্যতম পথিকৃৎ রতন থিয়াম!
গৃহপ্রবেশ ছবির প্রোটাগনিস্ট চরিত্রের নাম তিতলি (শুভশ্রী গঙ্গোপাধ্যায়)। তিতলির সাজানো গোছানো দুনিয়া বিপর্যস্ত হয়ে পড়ে তাঁর স্বামী তাঁকে ছেড়ে বিদেশে চলে যাওয়ায়। তাঁর মৃত্যুসংবাদ নিয়ে তিতলির কাছে আসে মেঘদূত (জিতু কামাল)। এরপর সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে কিন্তু এক বিশেষ মুহূর্তে মন ভেঙে যায় তিতলির। বর্তমান সমাজে মানুষের চাহিদা, যৌনাকাঙ্ক্ষা এবং সম্পর্ক নিয়ে এই নির্মিত এই ছবি এক ‘মাস্ট ওয়াচ’।
আয়োজক এবং সহ-আয়োজকদের দক্ষতায় এই গ্র্যান্ড ইভেন্ট দারুণভাবে সফল হয়েছে। জেমিথ ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা সৌরভ মুখোপাধ্যায় সহ-আয়োজক হিসেবে প্রশংসার দাবি রাখেন। ভারত ফুয়েল সংস্থার ডিরেক্টর সঞ্জয় জেনা, জএইচআর ইন্ডিয়া স্টাফিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা জয়জিৎ ঘোষ, নামী আর্থিক উপদেষ্টা জয়ন্ত চৌধুরী এবং সানা ইভেন্টের কর্ণধার দীপল সাহাও এই ইভেন্ট রূপায়ণে যথেষ্ট সহায়তা করেছেন।
১০ জুলাইয়ের বিশেষ স্ক্রিনিংয়ে শুধুমাত্র ‘গৃহপ্রবেশ’ মুক্তির ২৫ দিন পূর্তির সেলিব্রেশন ছিল নাম, বরং চলচ্চিত্র জগতের নামী কলাকুশলী এবং সংস্কৃতির পৃষ্ঠপোষকদের এক মিলনক্ষেত্র হয়ে উঠেছিল। বাংলার সাংস্কৃতিক জমি কতটা ‘শস্যশ্যামলা’ তার দলিল এই অনুষ্ঠান। উওম্যান টাইমস সংস্থা এই ইভেন্টে উপস্থিত হওয়া সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়েছে।
দেখুন অন্য খবর: