‘পিকে’-র পর আরও একবার পর্দায় ধরা দিতে চলেছেন আমির খান ও অনুষ্কা শর্মা।স্প্যানিশ ছবি ‘ক্যাম্পেওনস্’-এর হিন্দি রিমেকে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করবেন, কয়েকদিন আগে জন্মদিনে এমনটাই সুখবর দিয়েছেন অভিনেতা আমির খান।অবশ্য ‘ক্যাম্পেওনস’-এর হিন্দি রিমেকে যে মিস্টার পারফেকসনিস্ট অভিনয় করতে চলেছেন সেই খবর মিলেছিল বেশ কিছুদিন আগেই।সেই জল্পনাতেই শীলমোহর দিয়েছেন অভিনেতা।আগামী ১১ অগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে আমিরের ছবি ‘লাল সিং চাড্ডা’,কিছুদিনের মধ্যেই ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন ‘লাগান’-এর ভূবন।বলিপাড়া সূত্রে খবর মিলছে, তার আগেই হিন্দি ‘ক্যাম্পেওনস্’-এর প্রি প্রোডাকশনের কাজ সেরে ফেলতে চান আমির।যাতে ‘লাল সিং চাড্ডা’-র মুক্তি পর্ব মিটলেই শ্যুটিং শুরু করতে পারেন তিনি।শোনা যাচ্ছে,ইতিমধ্যেই নাকি ঠিক হয়ে গিয়েছে ছবির কাস্টিং।হিন্দি ‘ক্যাম্পেওনস্’-এ আমিরের নায়িকার ভূমিকায় অভিনয় করতে চলেছেন অনুষ্কা শর্মা।
বর্তমানে অনুষ্কা একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও আমিরের সঙ্গে এই ছবিতে কাজ করতে রাজি হয়ে গিয়েছেন তিনিও।ছবির পরিচালনা করবেন আয়ুষ্মান-ভূমি অভিনীত ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির পরিচালক আর এস প্রসন্ন।একদল বিশেষভাবে সক্ষমদের নিয়ে তৈরি হবে বাস্কেটবল টিম।অসম্ভবকে সম্ভব করে কি ভাবে তৈরি হল সেই টিম।সেই গল্প নিয়েই আমিরের এই নতুন ছবি।