ওয়েব ডেস্ক: বিতর্কের ঝড়কে পিছনে ফেলে দীর্ঘ বিরতির পর জনপ্রিয় পাক সুপারস্টার ফাওয়াদ খানে(Pak superstar Fawad Khan)র বলিউড ছবি ‘আবির গুলাল'( Abir Gulaal) সারা বিশ্বে মুক্তি পেতে চলেছে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্বু কাশ্মীরের পহৈলগাঁওয়ে(Pahalgam) ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার রেশ সরাসরি পড়েছিল এই ছবি মুক্তির ওপরে। এই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৭ জন নিরীহ ভারতীয়। গোটা দেশ সকল তথ্য এবং ক্ষুব্ধ হয়ে উঠেছিল। ঠিক তখনই নেটিজেনদের একাংশ পাকিস্তানি অভিনেতার ছবি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন! যা ফাওয়াদের বলিউড ছবিকে বিতর্কিত করে তুলেছিল!
আরও পড়ুন:ব্লকবাস্টার ‘সাইয়ারা’ এবার ওটিটি প্লাটফর্মে! কবে কোথায়!
আরতি বাগদী(Aarti Bagdi) পরিচালিত এই ছবিটিতে ফাওয়াদের বিপরীতে কাজ করেছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর(Vaani Kapoo)। চলতি বছরের ৯ মে বিতর্কিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। পাকিস্তান যখন এইভাবে ভারতের সন্ত্রাসে লিপ্ত তখন সে দেশের শিল্পীদের অভিনয় মঞ্চ ভারতে খুলে দেওয়া কতটা সমীচীন তা নিয়ে প্রশ্ন উঠেছিল সে সময়। আপত্তি উঠেছিল বিভিন্ন স্তরেই। তাই এই ছবি মুক্তিতে বাধা পড়েছিল।
সে সময় ছবি মুক্তি বিশ বাঁও জলে চলে গেলেও অবশেষে বিতর্ককে পিছনে ফেলে সারা বিশ্বে মুক্তি পেতে চলেছে পাক সুপারস্টার ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ ছবিটি। ছবির নামের ইংরেজি বানানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ‘Abeer Gulal’ উল্লেখযোগ্য ছবিটি বলিউডের হলেও এদেশে ফাওয়াদের ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা এখনো উঠে যায়নি। জানা যাচ্ছে আগামী ২৯ আগস্ট বিশ্বের ৭৫ টিরও বেশি দেশে মুক্তি পেতে চলেছে ‘আবির গুলাল’। এই জালিকায় ব্রিটেন,মার্কিন যুক্তরাষ্ট্র,কানাডা,অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশের নাম থাকলেও ভারতের নাম নেই।
দেখুন অন্য খবর: